Bizarre Marriage Rule: চুল নারী সৌন্দর্যের অঙ্গ...কিন্তু এই গ্রামের মেয়েরা বিয়ের আগে মাথার চুল কামিয়ে নেড়া হন! কারণ জানলে চমকে যাবে আট থেকে আশি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আফ্রিকার বোরানা জনজাতির মেয়েরা বিয়ের আগে মাথা নেড়া করেন এবং বিয়ের পিড়িতে মাথা নেড়া অবস্থাতেই বসেন। কারণ?
প্রতিটা জনগোষ্ঠীর মধ্যে বিয়ের আলাদা রীতি প্রচলিত। ভারতে বিয়ে তো এলাহি ব্যবস্থা! মেহেন্দি, গায়ে হলুদ, সঙ্গীত... কী হয় আর কী হয় না! আবার ধরুন গ্রিস! সেখানে বিয়েতে পাত্র-পাত্রী সর্বসমক্ষে প্লেট ভেঙে বিয়ের উৎসব উদযাপন করেন। কিন্তু আফ্রিকার কেনিয়ার বোরানা জনজাতির মধ্যে বিয়ের যে রীতি চলে আসছে, তা জানলে হেঁচকি উঠবে আট থেকে আশির!
advertisement
আফ্রিকার বোরানা জনজাতির মধ্যে বিয়ের এক অদ্ভুত প্রথার চল রয়েছে। এই জনজাতির মেয়েরা বিয়ের দিন মাথা কামিয়ে নেড়া হয়ে যান। কেন জানেন? কারণ জানলে রীতিমত চমকে উঠতে হবে!
advertisement
আফ্রিকার বোরানা জনজাতির মেয়েরা বিয়ের আগে মাথা নেড়া করেন এবং বিয়ের পিড়িতে মাথা নেড়া অবস্থাতেই বসেন। কারণ? তাঁদের মধ্যে প্রচলিত বিশ্বাস, মাথা নেড়া করলে ভাল বর পাওয়া যাবে।
advertisement
কিন্তু এই নিয়ম শুধু বোরানা গিষ্ঠীর মেয়েদের জন্য-ই। এই জনজাতির ছেলেদের জন্য আবার উলটো নিয়ম। ছেলের যত বড় ও পোক্ত চুল থাকবে, যে তত বেশি 'আকর্ষক'।
advertisement
আফ্রিকার ইথিওপিয়া ও সোমালায় মূলত বোরানা জনজাতির বাস। পুরুষরা চাষবাস, পশুপালন করেন। মহিলারা মূলত বাড়ির কাজ সামলান। এই জনজাতির পুরুষদের কাছে তাঁদের ঘন-লম্বা চুল খুব প্রিয়। নিয়মিত ঘি-মাখন লাগান। অন্যদিকে মহিলারা মাথার মাঝখানটা কামিয়ে ফেলেন। দু-পাশে দুটো ঝুঁটি বাধেন।
advertisement