Bizarre Marriage Rituals: ভারতের এই গ্রামে নতুন বউ হাতে করে নয়, পা দিয়ে খাবার থালা ঠেলে দেন স্বামীর দিকে, তারপর যা হয়...জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিয়ের পর নতুন বউ প্রথম রান্না করে হাতে করে নয়, রান্নাঘর থেকে পা দিয়ে প্লেট ঠেলে দেন স্বামীর দিকে।
সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ! ভারতের প্রান্তে প্রান্তে বহু জনজাতির বাস! তাঁদের মধ্যে প্রচলিত কত না অবাক করা রীতি-নীতি! বিয়ে ঘিরেও রয়েছে চোখ কপালে তোলা কত না প্রথা! এই যেমন, উত্তরাখণ্ডের থারু গোষ্ঠীর মধ্যে বিয়ের এক অদ্ভুত রীতি প্রচলিত। সেখানে বিয়ের পর নতুন বউ প্রথম রান্না করে হাতে করে নয়, রান্নাঘর থেকে পা দিয়ে থালা ঠেলে দেন স্বামীর দিকে।
advertisement
থারু গোষ্ঠী নারীপ্রধান গোষ্ঠী। পুরুষতান্ত্রিক নিয়ম-রীতি তাঁদের মধ্যে নেই। বিয়ের পর নতুন বউ প্রথম রান্না করে হাতে করে নয়, রান্নাঘর থেকে পা দিয়ে প্লেট ঠেলে দেন স্বামীর দিকে। তারপর, স্বামী থালায় মাথা ঠেকিয়ে খাবার খান।
advertisement
উত্তরাখণ্ডের থারু গোষ্ঠী রাজপুত। মনে করা হয়, কোন-ও কারণে তাঁরা থর মরুভূমি অতিক্রম করে নেপালের দিকে চলে গিয়েছিল। বর্তমানে তাঁরা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার ও নেপালে বসবাস করে।
advertisement
এই গোষ্ঠীতে পুরুষদের থেকে মহিলাদের আসন উঁচুতে, তাই পুরুষদের রান্নাঘরে ঢোকা নিষিদ্ধ। থারু গোষ্ঠীতে বিয়ের সময় পাত্রপক্ষকে মোটা টাকা দিতে হয় পাত্রীপক্ষকে এবং হবু বর হবু বউকে অপহরণ করে নিয়ে গিয়ে বিয়ে করেন।
advertisement
ভারতে থারু গোষ্ঠীদের বাস বিহারের চম্পারণ এলাকা, নৈনিতাল, উত্তরাখণ্ডের উধম সিং নগর ও উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে। উত্তরাখণ্ডের খাতিমা, কিছা, নানকমাট্টা-র মত ১৪১ টি গ্রামে থারুদের বসবাস।
advertisement