Big Fish: টেনে-হিঁচড়ে নড়ানো দায়...! ইছামতীতে জেলেদের জালে উঠল 'দানব', কী নাম বলুন তো? ভয়ঙ্কর 'বিশ্রী' চেহারা

Last Updated:
Big rare Fish: ইছামতি নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকারের শংকর মাছ। সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১৫৫ কেজি ওজনের শংকর মাছ। এই মাছ দেখার জন্য হিঙ্গলগঞ্জ এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ।
1/5
*ইছামতি নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকারের শংকর মাছ। সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১৫৫ কেজি ওজনের শংকর মাছ। এই মাছ দেখার জন্য হিঙ্গলগঞ্জ এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ। মাছটি মৎস্যজীবীরা নদী থেকে তুলে দড়ি দিয়ে বেঁধে নিয়ে নিয়ে যায় সুন্দরবন এলাকার বাঁকড়া মাছ বাজারে। প্রতিবেদনঃ জুলফিকার মোল্লা। 
*ইছামতি নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকারের শংকর মাছ। সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১৫৫ কেজি ওজনের শংকর মাছ। এই মাছ দেখার জন্য হিঙ্গলগঞ্জ এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ। মাছটি মৎস্যজীবীরা নদী থেকে তুলে দড়ি দিয়ে বেঁধে নিয়ে নিয়ে যায় সুন্দরবন এলাকার বাঁকড়া মাছ বাজারে। প্রতিবেদনঃ জুলফিকার মোল্লা।
advertisement
2/5
*বসিরহাটের সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকা হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের নদীতে প্রদীপ হালদারের পাতা জালে একটি বিশালাকার শংকর মাছ ধরা পড়ে। সোমবার সকালে জাল তুলতে গিয়ে মৎসজীবী দেখতে পায় বিশাল আকারের একটি মাছ, সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ডেকে উদ্ধার করা হয় সেই মাছ, তারপর একটি ইঞ্জিন ভ্যানে করে নিয়ে আসে বাঁকড়া মৎস্য আড়তে। সেই মাছ দেখতে ভিড় জমে যায় বাজারে।
*বসিরহাটের সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকা হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের নদীতে প্রদীপ হালদারের পাতা জালে একটি বিশালাকার শংকর মাছ ধরা পড়ে। সোমবার সকালে জাল তুলতে গিয়ে মৎসজীবী দেখতে পায় বিশাল আকারের একটি মাছ, সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ডেকে উদ্ধার করা হয় সেই মাছ, তারপর একটি ইঞ্জিন ভ্যানে করে নিয়ে আসে বাঁকড়া মৎস্য আড়তে। সেই মাছ দেখতে ভিড় জমে যায় বাজারে।
advertisement
3/5
*মাছটি লম্বায় সাড়ে ৬ ফুট এবং সাড়ে ৪ ফুট চওড়া। মাছটির লেজ বেশ অনেকটাই বড় এবং ওজন ১৫৫ কেজি। মাছটির বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। এই ধরনের মাছ সাধারণত সমুদ্রে থাকে।
*মাছটি লম্বায় সাড়ে ৬ ফুট এবং সাড়ে ৪ ফুট চওড়া। মাছটির লেজ বেশ অনেকটাই বড় এবং ওজন ১৫৫ কেজি। মাছটির বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। এই ধরনের মাছ সাধারণত সমুদ্রে থাকে।
advertisement
4/5
*মৎস্যজীবীরা মনে করছেন খাবারের সন্ধানে ভুল করে সমুদ্র থেকে নদীতে ঢুকে পড়েছিল সে। যে কারণে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে ওই মাছ।
*মৎস্যজীবীরা মনে করছেন খাবারের সন্ধানে ভুল করে সমুদ্র থেকে নদীতে ঢুকে পড়েছিল সে। যে কারণে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে ওই মাছ।
advertisement
5/5
*মাছটির বিজ্ঞানসম্মত নাম 'হেপানাস আমেরিকানাস'। মাছটিকে বাজারে আনতেই মানুষের ভিড় উপচে পড়ে। তবে সময় যত গড়িয়েছে মাছটির বাজারমূল্য তত বেড়েছে।
*মাছটির বিজ্ঞানসম্মত নাম 'হেপানাস আমেরিকানাস'। মাছটিকে বাজারে আনতেই মানুষের ভিড় উপচে পড়ে। তবে সময় যত গড়িয়েছে মাছটির বাজারমূল্য তত বেড়েছে।
advertisement
advertisement
advertisement