Big Fish: টেনে-হিঁচড়ে নড়ানো দায়...! ইছামতীতে জেলেদের জালে উঠল 'দানব', কী নাম বলুন তো? ভয়ঙ্কর 'বিশ্রী' চেহারা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Big rare Fish: ইছামতি নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকারের শংকর মাছ। সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১৫৫ কেজি ওজনের শংকর মাছ। এই মাছ দেখার জন্য হিঙ্গলগঞ্জ এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ।
*ইছামতি নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকারের শংকর মাছ। সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১৫৫ কেজি ওজনের শংকর মাছ। এই মাছ দেখার জন্য হিঙ্গলগঞ্জ এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ। মাছটি মৎস্যজীবীরা নদী থেকে তুলে দড়ি দিয়ে বেঁধে নিয়ে নিয়ে যায় সুন্দরবন এলাকার বাঁকড়া মাছ বাজারে। প্রতিবেদনঃ জুলফিকার মোল্লা।
advertisement
*বসিরহাটের সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকা হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের নদীতে প্রদীপ হালদারের পাতা জালে একটি বিশালাকার শংকর মাছ ধরা পড়ে। সোমবার সকালে জাল তুলতে গিয়ে মৎসজীবী দেখতে পায় বিশাল আকারের একটি মাছ, সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ডেকে উদ্ধার করা হয় সেই মাছ, তারপর একটি ইঞ্জিন ভ্যানে করে নিয়ে আসে বাঁকড়া মৎস্য আড়তে। সেই মাছ দেখতে ভিড় জমে যায় বাজারে।
advertisement
advertisement
advertisement






