পদ্মা মানেই মাছের ছড়াছড়ি। ইলিশের জন্য তো বটেই, অন্যান্য মাছের জন্যও পদ্মার জুড়ি মেলা ভার। কিন্তু তা বলে ১৮.২ কেজির বিশাল কাতলা মাছ ধরা পড়া! হ্যাঁ, বাস্তবে কিন্তু এমনটাও ঘটেছে। এই দৈত্যাকার কাতলার রেকর্ড রয়েছে বাংলাদেশে।
2/ 5
তবে, খুব সম্প্রতি নয়, গত বছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশে পদ্মা নদীর রাজবাড়ির গোয়ালন্দ থেকে এই কাতলাটি ধরা পড়ে। উল্লেখযোগ্য বিষয় হল, পদ্মা নদী থেকে ধরা পড়া এখনও পর্যন্ত সবচেয়ে বড় সাইজের কাতলা মাছ এটিই।
3/ 5
মৎস্যজীবী গুরুদেব হালদারের জালে এই মাছটি ধরা পড়ে। এত বড় সাইজের কাতলা মাছটি ধরা পড়ার পর অবাক হয়ে যান উপস্থিত সকলেই। অতিকার মাছটি নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে নিলাম করতে নিয়ে আসেন মৎস্যজীবীরা। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ চাঁন্দু মোল্লা সেই মাছটি কেনেন।
4/ 5
মৎস্যজীবীদের মতে, গরম বাড়ছে। বৃষ্টি কম। ফলে নদীর জল অনেকটা কমে গিয়েছে। সেই কারণে বড় রুই, কাতলা, বোয়ালের মতো মাছ আরও বেশি পরিমাণে ধরা পড়ছে।
5/ 5
বিশেষত মানিকগঞ্জ ও পাবনা জেলায় এমন বড় মাছ প্রায়শই ধরা পড়ে। এর আগে আরও নানা বড় সাইজের মাছ ধরা পড়েছিল পদ্মায়। এমনকী বৃহৎ সাইজের ইলিশ মাছও ধরা পড়েছে।
Big Fish: এত বড় মাছ জীবনে দেখেননি! কাতলা মাছের এই সাইজ! যা মিলল, আকাশ থেকে পড়তে হবে!
পদ্মা মানেই মাছের ছড়াছড়ি। ইলিশের জন্য তো বটেই, অন্যান্য মাছের জন্যও পদ্মার জুড়ি মেলা ভার। কিন্তু তা বলে ১৮.২ কেজির বিশাল কাতলা মাছ ধরা পড়া! হ্যাঁ, বাস্তবে কিন্তু এমনটাও ঘটেছে। এই দৈত্যাকার কাতলার রেকর্ড রয়েছে বাংলাদেশে।
Big Fish: এত বড় মাছ জীবনে দেখেননি! কাতলা মাছের এই সাইজ! যা মিলল, আকাশ থেকে পড়তে হবে!
তবে, খুব সম্প্রতি নয়, গত বছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশে পদ্মা নদীর রাজবাড়ির গোয়ালন্দ থেকে এই কাতলাটি ধরা পড়ে। উল্লেখযোগ্য বিষয় হল, পদ্মা নদী থেকে ধরা পড়া এখনও পর্যন্ত সবচেয়ে বড় সাইজের কাতলা মাছ এটিই।
Big Fish: এত বড় মাছ জীবনে দেখেননি! কাতলা মাছের এই সাইজ! যা মিলল, আকাশ থেকে পড়তে হবে!
মৎস্যজীবী গুরুদেব হালদারের জালে এই মাছটি ধরা পড়ে। এত বড় সাইজের কাতলা মাছটি ধরা পড়ার পর অবাক হয়ে যান উপস্থিত সকলেই। অতিকার মাছটি নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে নিলাম করতে নিয়ে আসেন মৎস্যজীবীরা। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ চাঁন্দু মোল্লা সেই মাছটি কেনেন।
Big Fish: এত বড় মাছ জীবনে দেখেননি! কাতলা মাছের এই সাইজ! যা মিলল, আকাশ থেকে পড়তে হবে!
বিশেষত মানিকগঞ্জ ও পাবনা জেলায় এমন বড় মাছ প্রায়শই ধরা পড়ে। এর আগে আরও নানা বড় সাইজের মাছ ধরা পড়েছিল পদ্মায়। এমনকী বৃহৎ সাইজের ইলিশ মাছও ধরা পড়েছে।