1/ 13


দেখতে দেখতে চলে এল ভাইফোঁটা। আমাদের যা ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া, উত্তরপ্রদেশ ও বিহারে তা ভাই দুজ। দক্ষিণ ভারতে যমদ্বিতীয়া। মহারাষ্ট্র গুজরাতে ভাই বিজ। নেপালে সেটাই ভাই টিকা। ভাইফোঁটায় কী উপহার দেওয়া যায়, ভেবে ভেবে নাজেহাল হয়ে গিয়েছেন। ভাই ফোঁটার দিন ভাইরা বোনদেরকেও পালটা উপহার দিয়ে থাকে। ভাইদের রাশি অনুযায়ী তাঁদের বোন বা দিদিদের কী উপহার দেওয়া উচিত, দেখে নিন।