বিপদে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে? হনুমান চলিশা পাঠে নিশ্চিত শুভ ফল, জেনে নিন উপকারগুলি
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
স্নান করে শুদ্ধ বস্ত্রে হনুমান চলিশা পাঠ করলে সব বিপদ কেটে যায়, এটি প্রমাণিত সত্য৷ কিন্তু আবারও বলছি, বিশ্বাস৷ অপার বিশ্বাস না-থাকলে হবে না৷ দেখে নেওয়া যাক হনুমান চলিশা উচ্চারণের উপকারিতাগুলি৷
সমস্যা জর্জরিত জীবন থেকে মুক্তির পথ খুঁজছেন? বিপদ এলে প্রথমেই যা দরকার, তা হল সঠিক সিদ্ধান্ত৷ কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেলে? ঠিক সেই সময়ই ত্রাতা হিসেবে আসেন ভগবান হনুমান৷ কিন্তু পুরোটাই নির্ভর করছে বিশ্বাসের উপর৷ মনপ্রাণ দিয়ে ভগবান হনুমানের উপর বিশ্বাস করলে ফল পাবেনই৷ বিশ্বাসেই তো মিলায়ে বস্তু! হনুমান চলিশা পাঠ করা যে কী পরিমাণ উপকারী, তা যারা ফল পেয়েছেন, তারাই জানেন৷ জীবনের সব সমস্যা দূর হয়ে যায় হনুমান চলিশা পাঠ করলে বা শুনলে৷
advertisement
advertisement
advertisement
দুষ্ট, অতৃপ্ত আত্মা, নেতিবাচক বা নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় হনুমান চলিশা পাঠ করলে৷ জীবনে অপার শান্তি বিরাজ করে৷ শনির সাড়ে সাতি চলাকালীন অনেকেরই একের পর এক বিপদ আসতে থাকে৷ এ অবস্থায় আপনাকে বাঁচাতে পারে একমাত্র হনুমান চলিশাই৷ রোজ নিয়ম করে পাঠ করলে বা উচ্চারণ করলে সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি মেলে৷
advertisement
advertisement
advertisement