Bangladesh News Hilsa Fish: মেঘনায় জেলেদের জালে জোড়া 'রাজা'! ওজন কত? দাম উঠল কত? শুনলে চোখ উঠবে মাথায়!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangladesh News Hilsa Fish: মৎস্যজীবী থেকে মাছ ব্যবসায়ী, সকলেই দিন গুনছেন ভরা বর্ষায় রুপোলি রূপকথাদের আসার আশায়।
advertisement
মৎস্যজীবী গিয়াস উদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে লালমোহনের বাতির খাল থেকে ১১ জন জেলে নিয়ে তিনি মাছ ধরতে যান। বিকেল ৪টা পর্যন্ত জাল বেয়ে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশ-সহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এত বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জেলেরা নদীতে গেলেও খালি হাতে ফিরছেন তারা। তবে সামনের বর্ষায় মাছের সরবরাহ বাড়বে বলে আশা করছি।’ ভোলার জেলে রফিকুল ইসলাম বলেন, ‘নদীতে মাছ নেই। সারাদিন পর খালি নৌকা নিয়ে ফিরছি। ছেলেমেয়ে নিয়ে যে কীভাবে দিন পার করব, জানি না।’ মৎস্যজীবী থেকে মাছ ব্যবসায়ী, সকলেই দিন গুনছেন ভরা বর্ষায় রুপোলি রূপকথাদের আসার আশায়।