তারাদের দেশে অনন্তের প্রিয় পোষ্য ‘হ্যাপি’, শোকাহত আম্বানি পরিবার

Last Updated:
Anant Ambani's Pet Dog Happy Passes Away: অনন্তের আদরের এই পোষ্য গোল্ডেন রিট্রিভারটির নাম হল হ্যাপি। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশনেও অংশগ্রহণ করেছিল সে। বিয়ের অনুষ্ঠানে প্রায় সব সময় অনন্তের পাশেই দেখা গিয়েছে তাকে। আসলে প্রচারের আলোর মধ্যমণিও হয়ে উঠেছিল অনন্তের আদুরে এই পোষ্যটি। এমনকী, অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও-য় হ্যাপিকে দেখে মুগ্ধ হয়েছিল নেটিজেনরাও।
1/6
ধনকুবের মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির পশু-প্রেমের কথা তো সর্বজনবিদিত। নিজের সেই ভালবাসাকে কাজে লাগিয়েই তিনি সাফল্য লাভ করেছেন নিজের বনতারা প্রজেক্টে। আসলে গুজরাতের জামনগরের বুকেই রয়েছে অনন্তের বনতারা। এটি আসলে উদ্ধার হওয়া, বিলুপ্তপ্রায় এবং বিপন্ন বন্যপ্রাণীদের উদ্ধার করে পুনর্বাসন এবং সংরক্ষণ দেওয়ার একটি অন্যতম প্রধান কেন্দ্র।
ধনকুবের মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির পশু-প্রেমের কথা তো সর্বজনবিদিত। নিজের সেই ভালবাসাকে কাজে লাগিয়েই তিনি সাফল্য লাভ করেছেন নিজের বনতারা প্রজেক্টে। আসলে গুজরাতের জামনগরের বুকেই রয়েছে অনন্তের বনতারা। এটি আসলে উদ্ধার হওয়া, বিলুপ্তপ্রায় এবং বিপন্ন বন্যপ্রাণীদের উদ্ধার করে পুনর্বাসন এবং সংরক্ষণ দেওয়ার একটি অন্যতম প্রধান কেন্দ্র।
advertisement
2/6
এ তো গেল বাইরের কথা, তবে ঘরেও রয়েছে এক চারপেয়ে সদস্য। আর অনন্তের আদরের এই পোষ্য গোল্ডেন রিট্রিভারটির নাম হল হ্যাপি। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশনেও অংশগ্রহণ করেছিল সে। বিয়ের অনুষ্ঠানে প্রায় সব সময় অনন্তের পাশেই দেখা গিয়েছে তাকে। আসলে প্রচারের আলোর মধ্যমণিও হয়ে উঠেছিল অনন্তের আদুরে এই পোষ্যটি। এমনকী, অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও-য় হ্যাপিকে দেখে মুগ্ধ হয়েছিল নেটিজেনরাও। তবে দুঃখের বিষয় হল, গত ৩০ এপ্রিল আম্বানি পরিবারকে ছেড়ে এই পৃথিবীকে চিরতরে বিদায় জানিয়েছে হ্যাপি।
এ তো গেল বাইরের কথা, তবে ঘরেও রয়েছে এক চারপেয়ে সদস্য। আর অনন্তের আদরের এই পোষ্য গোল্ডেন রিট্রিভারটির নাম হল হ্যাপি। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশনেও অংশগ্রহণ করেছিল সে। বিয়ের অনুষ্ঠানে প্রায় সব সময় অনন্তের পাশেই দেখা গিয়েছে তাকে। আসলে প্রচারের আলোর মধ্যমণিও হয়ে উঠেছিল অনন্তের আদুরে এই পোষ্যটি। এমনকী, অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও-য় হ্যাপিকে দেখে মুগ্ধ হয়েছিল নেটিজেনরাও। তবে দুঃখের বিষয় হল, গত ৩০ এপ্রিল আম্বানি পরিবারকে ছেড়ে এই পৃথিবীকে চিরতরে বিদায় জানিয়েছে হ্যাপি।
advertisement
3/6
সেই হৃদয় বিদারক ঘটনার কথা ঘোষণা করে একটি আবেগঘন পোস্ট ভাগ করে নিয়েছে আম্বানি পরিবার। তাতে হ্যাপির সঙ্গে কাটানো সুখস্মৃতির কথাও উঠে এসেছে। হ্যাপির মৃত্যুর খবর ভাগ করে নেওয়া হয়েছে Viral Bhayani-র ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তরফে। তাতে দেখা যাচ্ছে, হ্যাপির উদ্দেশ্যে আন্তরিক এক শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি পোস্টার ভাগ করে নিয়েছে আম্বানি পরিবার। দেখা যায়, ফুল ফুলে সাজানো হয়েছে হ্যাপির ছবি দেওয়া পোস্টারটি।
সেই হৃদয় বিদারক ঘটনার কথা ঘোষণা করে একটি আবেগঘন পোস্ট ভাগ করে নিয়েছে আম্বানি পরিবার। তাতে হ্যাপির সঙ্গে কাটানো সুখস্মৃতির কথাও উঠে এসেছে। হ্যাপির মৃত্যুর খবর ভাগ করে নেওয়া হয়েছে Viral Bhayani-র ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তরফে। তাতে দেখা যাচ্ছে, হ্যাপির উদ্দেশ্যে আন্তরিক এক শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি পোস্টার ভাগ করে নিয়েছে আম্বানি পরিবার। দেখা যায়, ফুল ফুলে সাজানো হয়েছে হ্যাপির ছবি দেওয়া পোস্টারটি।
advertisement
4/6
আর তাতে লেখা রয়েছে, “প্রিয় হ্যাপি, তুমি চিরকাল আমাদেরই অংশ থাকবে আর আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। স্বর্গের প্রাপ্তি হল, কিন্তু এটা আমাদের ক্ষতি।”
আর তাতে লেখা রয়েছে, “প্রিয় হ্যাপি, তুমি চিরকাল আমাদেরই অংশ থাকবে আর আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। স্বর্গের প্রাপ্তি হল, কিন্তু এটা আমাদের ক্ষতি।”
advertisement
5/6
হ্যাপির প্রার্থনা সভার নোটে লেখা রয়েছে, “আদরের হ্যাপির স্মৃতির উদ্দেশ্যে। আমাদের আদরের পোষ্য কুকুর হ্যাপির মৃত্যুর খবর ভারাক্রান্ত মনে ভাগ করে নিচ্ছি। ও শুধু পোষ্যই নয়, ও ছিল পরিবার — এক বিশ্বস্ত সঙ্গী, আরামের উৎস এবং নিঃস্বার্থ ভালবাসার এক অবিরাম উপস্থিতি। হ্যাপি আমাদের জীবনে যে পরিমাণ আনন্দ বয়ে এনেছিল, তা কখনওই ভোলা যাবে না। খেলার আনন্দের মুহূর্ত থেকে তার সাহচর্যের সুন্দর সময় পর্যন্ত, ওর সমস্ত স্মৃতি আমাদের মনে চিরকাল থেকে যাবে। এবার তুমি মুক্ত হয়ে দৌড়াও, মিষ্টি হ্যাপি। আমরা তোমায় গভীর ভাবে মিস করব, সব সময় ভালবাসব আর কখনওই তোমায় ভুলতে পারব না।”
হ্যাপির প্রার্থনা সভার নোটে লেখা রয়েছে, “আদরের হ্যাপির স্মৃতির উদ্দেশ্যে। আমাদের আদরের পোষ্য কুকুর হ্যাপির মৃত্যুর খবর ভারাক্রান্ত মনে ভাগ করে নিচ্ছি। ও শুধু পোষ্যই নয়, ও ছিল পরিবার — এক বিশ্বস্ত সঙ্গী, আরামের উৎস এবং নিঃস্বার্থ ভালবাসার এক অবিরাম উপস্থিতি। হ্যাপি আমাদের জীবনে যে পরিমাণ আনন্দ বয়ে এনেছিল, তা কখনওই ভোলা যাবে না। খেলার আনন্দের মুহূর্ত থেকে তার সাহচর্যের সুন্দর সময় পর্যন্ত, ওর সমস্ত স্মৃতি আমাদের মনে চিরকাল থেকে যাবে। এবার তুমি মুক্ত হয়ে দৌড়াও, মিষ্টি হ্যাপি। আমরা তোমায় গভীর ভাবে মিস করব, সব সময় ভালবাসব আর কখনওই তোমায় ভুলতে পারব না।”
advertisement
6/6
বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তরফেও হ্যাপি এবং বিশেষ অনুষ্ঠানে আম্বানি পরিবারের সঙ্গে তার কাটানো টুকরো মুহূর্তগুলি ভিডিও-র মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, রাধিকা-অনন্তের বিয়ের অনুষ্ঠানে রীতিমতো মধ্যমণি হয়ে উঠেছিল আম্বানি পরিবারের এই চারপেয়ে আদুরে সদস্যটি। ওই বিয়ের অনুষ্ঠানে হ্যাপির পরনে ছিল আহমেদাবাদের পঙ্খ ডিজাইনার পেট ওয়্যারের কাস্টম-ডিজাইন করা গোলাপি রঙা একটি বেনারসি সিল্ক ব্রোকেড জ্যাকেট। Photo: Instagram
বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তরফেও হ্যাপি এবং বিশেষ অনুষ্ঠানে আম্বানি পরিবারের সঙ্গে তার কাটানো টুকরো মুহূর্তগুলি ভিডিও-র মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, রাধিকা-অনন্তের বিয়ের অনুষ্ঠানে রীতিমতো মধ্যমণি হয়ে উঠেছিল আম্বানি পরিবারের এই চারপেয়ে আদুরে সদস্যটি। ওই বিয়ের অনুষ্ঠানে হ্যাপির পরনে ছিল আহমেদাবাদের পঙ্খ ডিজাইনার পেট ওয়্যারের কাস্টম-ডিজাইন করা গোলাপি রঙা একটি বেনারসি সিল্ক ব্রোকেড জ্যাকেট। Photo: Instagram
advertisement
advertisement
advertisement