Viral: ঠাকুমার প্রাণ বাঁচিয়েছে Blinkit-এর '৬ মিনিটে অ্যাম্বুলেন্স '! ১০ মিনিটে ডেলিভারি বিতর্কের মধ্যেই অন্য অভিজ্ঞতা যুবকের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Viral: এই পরিষেবার মাধ্যমেই উপকৃতও হয়েছেন এমন উদাহরণও রয়েছে প্রচুর৷ সম্প্রতি দিল্লির শিভব কুকরেজা সোশ্যাল মিডিয়ায় জানালেন তাঁর অভিজ্ঞতার কথা৷ শিভব জানিয়েছেন এই ১০ মিনিটের দ্রুত পরিষেবাই বাঁচিয়ে দিয়েছিল তাঁর ঠাকুমার প্রাণ৷
advertisement
advertisement
advertisement
advertisement
সঙ্গে সঙ্গে ১১২-তে ফোন করে শিবমের পরিবার৷ কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছিল৷ ওই কঠিন সময়ে প্রতিটি সেকন্ডের মূল্য প্রচুর৷ তখনই শিবমের মনে পড়ে ব্লিঙ্কিটের অ্যাম্বুলেন্স ফিচারের কথা। তিনি দ্রুত অ্যাপ খুলে দেখেন, ছয় মিনিটের মধ্যেই সাহায্য পৌঁছাতে পারে। এক মুহূর্ত দেরি না করে তিনি অনুরোধটি পাঠান।
advertisement
advertisement
advertisement
খরচের কথা জিজ্ঞাসা করে শিবম অবাক হয়ে যান। নার্সরা বলেন, “এটাই ব্লিঙ্কিটের বিশ্বাস। আমরা এই পরিষেবাটা বিনামূল্যে দিই।” তিনি টিপ দিতে চাইলেও তাঁরা বিনয়ের সঙ্গে তা গ্রহণ করতে অস্বীকার করেন। এই অভিজ্ঞতা নিয়ে শিবম বলেন, “শুধু কোনও এনজিওতে দান করার বদলে, ওরা একটা বাস্তব সমস্যা চিহ্নিত করে এমন একটি সমাধান তৈরি করেছে, যা সত্যিই জীবন বাঁচায়।”
advertisement
advertisement









