Alcohol: RUM এর পুরো নাম কী? জানেন? ৯৯% মানুষই জানেন না! আপনি জানলেও চমকে যাবেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সুরাপ্রেমীদের কাছে রামের জনপ্রিয়তা ভীষণরকম। আবার অনেককেই নিদান দিতে শোনা যায় ঠাণ্ডা লাগলে রাম খেয়ে ঘুম দাও।
সুরাপ্রেমীদের কাছে রামের জনপ্রিয়তা ভীষণরকম। আবার অনেককেই নিদান দিতে শোনা যায় ঠাণ্ডা লাগলে রাম খেয়ে ঘুম দাও। (প্রতীকী ছবি)
advertisement
অনেক সময় এমনভাবে বলা হয়, যেন রাম আসলে ওষুধেরই মত। সত্যিই কি রাম ওষুধ? দেখে নেওয়া যাক রামের পুরো নাম কী। (প্রতীকী ছবি)
advertisement
ইতিহাস মতে, ১৯ শতকে একসময়ে চিকিৎসকরাও সর্দি-জ্বরে সীমিত পরিমাণে রাম পান করতে বলা হয়েছে। দেখে নেওয়া যাক রাম-এর পুরো নাম কী। রামের পুরো নাম 'রেগুলার ইউজড মেডিসিন'। (প্রতীকী ছবি)
advertisement
রামের অ্যালকোহলের প্রভাবে শরীরে গরম অনুভব হয়। তাছাড়া কিছুটা শান্ত অনুভুতি হয়। ফলে জ্বরের যন্ত্রণা উপশম হয়। আরাম মেলে এই ধরনের অসুখে। (প্রতীকী ছবি)
advertisement
অনেকের মতে, রাম খারাপ ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে। তবে তার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। (প্রতীকী ছবি)অনেকেই তাই সর্দি-কাশি হলে গরম জলে একটু মিশিয়ে পান করে থাকেন। কিন্তু, এতে সাময়িক স্বস্তি হলেও কোনও কিছুই অতিরিক্ত ভাল নয়। রামের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। (প্রতীকী ছবি)
advertisement