প্যান্ট-শার্টে কিছু নেই, অন্তর্বাসও ফাঁকা...! এয়ারপোর্টে আটক যাত্রীর 'কাণ্ড' দেখে হতবাক সকলে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Airport News: বিমানবন্দরে আটক এক যাত্রী। তাঁকে তল্লাশি করা হল। কিন্তু শুধু প্যান্ট- শার্ট নয়, এমনকি অন্তর্বাসের মধ্যেও কিছু ছিল না! তার পর হঠাৎ বিমানবন্দরের কর্মকর্তাদের মাথায় এল এক বুদ্ধি! যা হল, ভাবতেও পারছেন না!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যাত্রীর এয়ারপোর্ট টার্মিনালে প্রবেশ করার পর, AIU টিম তাকে আটক করে। তল্লাশির সময় সব কিছু খুলে দেখা হয়েছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তবে, যখন স্যুটকেসের গোপন স্তরটি উন্মোচিত হয়, তখন বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায়। অভিযুক্ত যাত্রীর কাছ থেকে প্রায় ১.৩৫ কোটি রুপি সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
advertisement
অভিযুক্ত হায়দরাবাদ থেকে রাস আল খাইমাহ যাচ্ছিলেন। কাস্টমসের অতিরিক্ত কমিশনার মায়ূষা গোয়েল জানান, স্যুটকেসের গোপন স্তরের ভেতর থেকে ২০ হাজার ইউএস ডলার, ৫,২৫,৫০০ সৌদি রিয়াল এবং ১,০০০ কাতারি রিয়াল উদ্ধার করা হয়েছে। তিনি জানান, অভিযুক্ত আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি ইন্দিগো ফ্লাইট ৬ই-২৭৬৮-এর মাধ্যমে টার্মিনাল ২ থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন।
advertisement