মনে আনন্দ নিয়েই বন্দে ভারত ট্রেন নিতে কোটা গিয়েছিলেন লোকো পাইলট, পরিচয়পত্র দেখানোর পরেও ঢুকতেই দেওয়া হল না ইঞ্জিনে; এরপর যা হল…
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Agra Latest News : আসলে ট্রেনটি স্টেশনে পৌঁছতেই রেলওয়ে মেনসের কর্মচারীরা ঝামেলা শুরু করেন এবং রাজস্থান কোটার লোকো পাইলটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।
কামির কুরেশি, আগ্রা: গত সোমবার তৃতীয় বন্দে ভারত পেল উত্তর প্রদেশের আগ্রা। প্রথম দিনেই আগ্রা থেকে উদয়পুর পাড়ি দিয়েছে ট্রেনটি। তবে বন্দে ভারত ট্রেনটিকে ঘিরে আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আসলে ট্রেনটি স্টেশনে পৌঁছতেই রেলওয়ে মেনসের কর্মচারীরা ঝামেলা শুরু করেন এবং রাজস্থান কোটার লোকো পাইলটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।Representational Image
advertisement
advertisement
বলা হচ্ছে, ভাইরাল ভিডিওটি গঙ্গা পাল রেলওয়ে স্টেশনের। নর্থ সেন্ট্রাল রেলওয়ে মেনস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট বিজয়বীর সিংয়ের অভিযোগ, ট্রেন নম্বর ২০৯৮১/২০৯৮২ উদয়পুর সিটি আগ্রা ক্যান্টনমেন্ট-উদয়পুর সিটি উইকলি বন্দে ভারত ট্রেন ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ উদয়পুর সিটি থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা হয়েছিল।Representational Image
advertisement
আগ্রা ডিভিশনের লোকো পাইলট ব্রজমোহন এবং তাঁর সহকর্মীকে কোটা থেকে আনার কথা ছিল ট্রেনটির। কিন্তু অভিযোগ, কোটা ডিভিশনের কর্মীরা আগ্রা ডিভিশনের কর্মীদের ইঞ্জিনে উঠতে দেননি। জোর করে তাঁদের অন্য কেবিনে বসতে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে আগ্রা ডিভিশনের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। শুধু তা-ই নয়, কোটা ডিভিশনের কর্মীরা রেল কর্তৃপক্ষের চিঠিও দেখান আগ্রা ডিভিশনের কর্মীদের। Representational Image
advertisement
এই পরিস্থিতিতে ঝামেলা উত্তরোত্তর বাড়ছে। ফলে বেগতিক বুঝে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আরপিএফ এবং জিআরপি আধিকারিকরা। এরপর আগ্রা ডিভিশনের কর্মীকে ট্রেন দেওয়া হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই আগ্রা রেলওয়ে ডিভিশন পিআরও প্রশান্ত শ্রীবাস্তব বলেন যে, লোকো পাইলটকে ঘিরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। এরপর নির্ধারিত সময়ে অর্থাৎ দুপুর ৩টে নাগাদ আগ্রা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ট্রেনটি। Representational Image