জগৎ জননী আদ্যা মা সবার কাছে অত্যন্ত প্রিয় ৷ তিনি জাগ্রত সমাজ সংসারে বা জগৎ সংসারের রক্ষা করে থাকেন মা ৷
দক্ষিণেশ্বরের কাছেই আদ্যাপীঠে আদ্যা মায়ের অবস্থান ৷ তাঁর দুয়ার থেকে কেউ ফিরে যাননা, কেউই অভুক্ত থাকেন না ৷
প্রতিদিন মায়ের ভোগ ও অন্নসেবা বহু আর্ত, পীড়িতদের দেওয়া হয় ৷
সাধারণত দিনের বিশেষ মুহূর্তে মন্দিরের প্রধান দরজা বন্ধ থাকে ৷ তবে বিশেষ বিশেষ দিনে সারাদিন মন্দির খোলা থাকে ৷
আদ্যা মা অন্তর্যামী তিনি সহজেই মায়ের মনের কথা বোঝেন ৷ প্রতিটি কঠিন সময়েই সন্তানকে বিপদের হাত থেকে রক্ষা করে থাকেন ৷
...