Aditya L1: এ যাবৎ সূর্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড়! ধরা পড়ল ভারতের আদিত্যর ক্যামেরায়! পৃথিবীর কত বড় বিপদ?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Aditya L1: গত কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। ভূচৌম্বকীয় ক্ষেত্র অনুযায়ী এটি জি৫ স্তরের সৌরঝড়।
advertisement
গত কয়েক দশকের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। ভূচৌম্বকীয় ক্ষেত্র অনুযায়ী এটি জি৫ স্তরের সৌরঝড়। গত কয়েক দিন ধরে নানান মহলে আলোচনা হচ্ছে এই সৌরঝড়ের প্রভাবে বিশ্বের কোথায় কতটা ক্ষয়ক্ষতি হল। তবে মঙ্গলবার ইসরোর বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে ভারতের ল্যাটিচিউড বা অক্ষাংশ কম থাকার কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আমেরিকার তুলনায় কম প্রভাব পড়েছে।
advertisement
advertisement
গত ২ সেপ্টেম্বর সফল ভাবে মহাকাশে পাড়ি দেয় ভারতের প্রথম মহাকাশাভিযান আদিত্য এল১। আদিত্য এল১ এর এক্স রে পেলোডে ধরা পড়েছে একাধিক সৌরঝড়। এছাড়াও ইনসিটু ম্যাগনেটোমিটারের পেলোডেও ধরা পড়েছে মহাজাগতিক ঘটনা। আদিত্যর পাশাপাশি চন্দ্রযান-২ যা চাঁদের কক্ষপথে ঘুরপাক খাচ্ছে তার অরবিটারেও ধরা পড়েছে মহাজাগতিক ঘটনা সৌরঝড়ের একাধিক দৃশ্য।
advertisement
advertisement
advertisement
advertisement