একরত্তি ফুটফুটে শিশুকন্যা অস্মিকার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের, এবার তার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এই মুহূর্তে জীবনযুদ্ধের সঙ্গে লড়াই করছে একরত্তি অস্মিকা দাস। আসলে এসএমএ বা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি (Spinal Muscular Atrophy) নামে একটি রোগে আক্রান্ত দশ মাসের ফুটফুটে শিশুকন্যাটি। আর এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৬ কোটি টাকা।
এই মুহূর্তে জীবনযুদ্ধের সঙ্গে লড়াই করছে একরত্তি অস্মিকা দাস। আসলে এসএমএ বা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি (Spinal Muscular Atrophy) নামে একটি রোগে আক্রান্ত দশ মাসের ফুটফুটে শিশুকন্যাটি। আর এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৬ কোটি টাকা। বোঝাই যাচ্ছে যে, অস্মিকার চিকিৎসার জন্য লাগবে বিশাল অঙ্কের টাকা। তবে মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেই টাকা জোগাড় করা একপ্রকার মুশকিলই বটে!
advertisement
advertisement
গত ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সকালে সুদূর কলকাতা থেকে অস্মিকার রাণাঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন পায়েল। সঙ্গে ছিল অভিনেত্রীর গোটা টিমও। অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের নিজের তহবিল এবং সমাজসেবক সাহিল মল্লিক, সমাজসেবিকা সুদীপা চট্টোপাধ্যায় ও মুর্শিদাবাদের সাগরদিঘির সঞ্জীব দাসের মারফত এক লক্ষ টাকার কাছাকাছি অনুদান অস্মিকার চিকিৎসার জন্য তুলে দেওয়া হল। শুধু তা-ই নয়, অস্মিকার চিকিৎসার খরচের পাশাপাশি তার প্রয়োজনীয় যাবতীয় ওষুধপত্র, ফলমূল, দৈনন্দিন সামগ্রীও তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
তবে সবথেকে চমকপ্রদ বিষয় হল, অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের হাত ধরে অস্মিকার বাড়ি পৌঁছে গিয়েছিল ৬ বছরের ছোট্ট শিশু বর্ষা দাসও। আসলে খবরে দেখে সে একরত্তি অস্মিকার রোগের কথা জানতে পেরেছিল। ছোট্ট বোনটা যাতে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে, তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা মনে হয়েছে বর্ষার। তার জন্যই প্রতিদিন নিজের টিফিনের টাকা জমিয়েছে সে। অবশেষে নিজে হাতে জমানো ৬০০০ টাকা অস্মিতার হাতে তুলে দিয়েছে ছোট্ট বর্ষা।
advertisement
এটাই প্রথম নয়, এর আগেও বহু সমাজ সেবামূলক কাজ করেছেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। বলা ভাল, অক্লান্ত ভাবে করে যাচ্ছেন এই সমাজ সেবার কাজ। এমনকী তার জন্য দিল্লিতে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র দ্বিবেদীর হাত থেকে ‘ভারতীয় যুব ইনস্পিরেশন’ শ্রেষ্ঠ সমাজসেবিকা পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী। এর আগে সরস্বতী পুজোর পুণ্যলগ্নে রিষড়ায় পৌঁছে মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। সেখানে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম, যেমন - খাতা, পেন, পেন্সিল, জ্যামিতি বক্স, ব্যাগ ইত্যাদি। এখানেই শেষ নয়, এর পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীর হাতে ৫০০ টাকা করেও তুলে দেওয়া হয়েছিল।