বাড়ির এই জায়গাগুলোতে জল রাখলে টাকা জলের মতোই খরচা হবে যাবে---

Last Updated:
1/5
জলের পাত্র বা জলের ট্যাঙ্ক বাড়ির কোথাও একটা রাখলেই চলবে না কিন্তু ! বাস্তুশাস্ত্র বলছে, জলের আধার কোথায় রাখছেন, তার উপর নির্ভর করে আপনার আর্থিক অবস্থা, কর্মক্ষেত্রে উন্নতি ও সংসারের সুখ শান্তি!  Photo Source: Collected
জলের পাত্র বা জলের ট্যাঙ্ক বাড়ির কোথাও একটা রাখলেই চলবে না কিন্তু ! বাস্তুশাস্ত্র বলছে, জলের আধার কোথায় রাখছেন, তার উপর নির্ভর করে আপনার আর্থিক অবস্থা, কর্মক্ষেত্রে উন্নতি ও সংসারের সুখ শান্তি! Photo Source: Collected
advertisement
2/5
 বাস্তুশাস্ত্র অনুযায়ী, উত্তর দিকে জলের আধার রাখলে পরিবারের সুখ-শান্তি বজায় থাকে। পূর্ব দিকে রাখলে টাকা আসবে জলের মতো হুহু করে!   Photo Source: Collected
বাস্তুশাস্ত্র অনুযায়ী, উত্তর দিকে জলের আধার রাখলে পরিবারের সুখ-শান্তি বজায় থাকে। পূর্ব দিকে রাখলে টাকা আসবে জলের মতো হুহু করে! Photo Source: Collected
advertisement
3/5
কেবল পূর্ব বা উত্তর নয়, পশ্চিম দিকেও জলের ট্যাঙ্ক বা অন্য পাত্র রাখা যায়। এতে সম্পত্তি বৃদ্ধি হয়।   Photo Source: Collected
কেবল পূর্ব বা উত্তর নয়, পশ্চিম দিকেও জলের ট্যাঙ্ক বা অন্য পাত্র রাখা যায়। এতে সম্পত্তি বৃদ্ধি হয়। Photo Source: Collected
advertisement
4/5
ভুলেও দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম দিকে জলের আধার মানে জলের ট্যাঙ্ক বা জলের পাত্র রাখবেন না। রাখলে আপনার ভিখিরি হওয়া কেউ আটকাতে পারবে না!  Photo Source: Collected
ভুলেও দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম দিকে জলের আধার মানে জলের ট্যাঙ্ক বা জলের পাত্র রাখবেন না। রাখলে আপনার ভিখিরি হওয়া কেউ আটকাতে পারবে না! Photo Source: Collected
advertisement
5/5
দক্ষিণ দিকে জলের পাত্র বা ট্যাঙ্ক রাখলে পরিবারের সুখ-সমৃদ্ধি নষ্ট হয়। সংসারে দেখা দেয় অশান্তি। দক্ষিণ-পূর্ব দিক হল অগ্নির দিক। তাই ওইদিকে মুখ করে জলের পাত্র রাখলে বাস্তু দোষ লাগে। দক্ষিণ-পশ্চিমেও বিপদ। এতে পরিবারে সদস্যরা ক্রমাগত অসুখে ভুগতে থাকে। Photo Source: Collected
দক্ষিণ দিকে জলের পাত্র বা ট্যাঙ্ক রাখলে পরিবারের সুখ-সমৃদ্ধি নষ্ট হয়। সংসারে দেখা দেয় অশান্তি। দক্ষিণ-পূর্ব দিক হল অগ্নির দিক। তাই ওইদিকে মুখ করে জলের পাত্র রাখলে বাস্তু দোষ লাগে। দক্ষিণ-পশ্চিমেও বিপদ। এতে পরিবারে সদস্যরা ক্রমাগত অসুখে ভুগতে থাকে। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement