শাস্ত্রমতে, এক টুকরো কর্পূর ম্যাজিকের মত বদলিয়ে দিতে পারে জীবন, কীভাবে ? জেনে নিন--

Last Updated:
কীভাবে কর্পূর বদলিয়ে দিতে পারেন জীবন ?
1/6
হিন্দু ধর্ম মতে কর্পূর ছাড়া কোনও পুজোই সম্পন্ন হয় না! বিশ্বাস, এক টুকরো কর্পূর সম্পূর্ণ বদলিয়ে দিতে পারে আপনার জীবন! অভাব-অনটন-অশান্তি দূর করে জীবনের চলার পথ মসৃণ হয়ে ওঠে! কীভাবে ? জেনে নিন--
হিন্দু ধর্ম মতে কর্পূর ছাড়া কোনও পুজোই সম্পন্ন হয় না! বিশ্বাস, এক টুকরো কর্পূর সম্পূর্ণ বদলিয়ে দিতে পারে আপনার জীবন! অভাব-অনটন-অশান্তি দূর করে জীবনের চলার পথ মসৃণ হয়ে ওঠে! কীভাবে ? জেনে নিন--
advertisement
2/6
লাগাতার আর্থিক সমস্যায় পড়ছেন ? কোনও না কোনওভাবে জমানো টাকা শেষ হয়ে যাচ্ছে ?টেনশন দূর করুন! একটি বাক্সে নিয়মিত কর্পূর ও লবঙ্গ জ্বালান, সমাধান মিলবে নিমেষে।
লাগাতার আর্থিক সমস্যায় পড়ছেন ? কোনও না কোনওভাবে জমানো টাকা শেষ হয়ে যাচ্ছে ?টেনশন দূর করুন! একটি বাক্সে নিয়মিত কর্পূর ও লবঙ্গ জ্বালান, সমাধান মিলবে নিমেষে।
advertisement
3/6
 সূর্যাস্তের সময় কর্পূরের প্রদীপ জ্বালিয়ে গোটা বাড়িতে ঘোরান, যাতে ঘরের আনাচে কানাচে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দেখবেন, টাকার অভাব দূর হতে সময় লাগবে না।
সূর্যাস্তের সময় কর্পূরের প্রদীপ জ্বালিয়ে গোটা বাড়িতে ঘোরান, যাতে ঘরের আনাচে কানাচে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দেখবেন, টাকার অভাব দূর হতে সময় লাগবে না।
advertisement
4/6
রাহু-কেতুর সমস্যা থেকে মুক্তি পেতে রোজ ঘরে কর্পূর জ্বালান।
রাহু-কেতুর সমস্যা থেকে মুক্তি পেতে রোজ ঘরে কর্পূর জ্বালান।
advertisement
5/6
ব্যবসায় বা কাজের জায়গায় বাস্তুদোষ থাকলে ক্ষতির মুখে পড়তে হয়। রোধ করতে, কাজের জায়গায় একটি বাটিতে কর্পূর রাখুন।
ব্যবসায় বা কাজের জায়গায় বাস্তুদোষ থাকলে ক্ষতির মুখে পড়তে হয়। রোধ করতে, কাজের জায়গায় একটি বাটিতে কর্পূর রাখুন।
advertisement
6/6
ভাগ্য ফেরাতে স্নানের সময় জলে কয়েক ফোঁটা কর্পূরের তেল ফেলে স্নান করুন।
ভাগ্য ফেরাতে স্নানের সময় জলে কয়েক ফোঁটা কর্পূরের তেল ফেলে স্নান করুন।
advertisement
advertisement
advertisement