কাক নিয়ে ভয়ঙ্কর দাবি বিজ্ঞানীর! মানুষের মতো করতে পারে ভয়াবহ এক কাজ, ১৭ বছর ধরে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Crow- ওই বিজ্ঞানী দাবি করেছেন, কাক মানুষের ব্যবহার মনে রাখে, তা সে ভাল বা খারাপ যা-ই হোক। এমনকী একটি কাক আরেকটি কাকের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবহারের কথা বলতে পারে।
advertisement
advertisement
advertisement
সেই বিজ্ঞানী ২০০৬ সালে মুখে মাস্ক পরে সাতটি কাক ধরে খাঁচায় বন্দি করেন। তার পর সেগুলির ডানায় মার্ক করেন। কোনও আঘাত না করেই ছেড়ে দেন কাগুলিকে। ওই বিজ্ঞানীর এই আচরণে ক্ষেপে যায় কাকগুলি। মার্জলুফ বলেন, এই ঘটনার পর থেকে প্রায়ই তাঁর উপর হামলা করত কাকের দল। মুখে সেই মাস্ক পরলেই আক্রমণের ঝাঁঝ বাড়ত।
advertisement
advertisement