রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন সাধু, পুলিশ একদিন ধরল... ‘কে তুমি?’ জিজ্ঞাসা করতেই ফাঁস ৩৫ বছরের 'পাপ'!
- Published by:Tias Banerjee
Last Updated:
নানা জায়গায় ফকিরের বেশে ঘুরে বেড়াতেন এই সাধু। পুলিশ একদিন হঠাৎ কী সন্দেহ হতে তাঁর পরিচয় জিজ্ঞাসা করতেই বেরিয়ে পড়ল সত্য। 'আপনি কে?' প্রশ্নের উত্তরে সাধু যা বললেন...৩৫ বছরের পুরনো খাতা খুলে গেল।
advertisement
advertisement
advertisement
১৯৮৯ সালের ২২ মার্চ ধিন্দোরা গ্রামে এক তুচ্ছ জল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রণবীর জাট ও রামভরোসি প্রজাপতির মধ্যে বচসা শুরু হয়। রণবীর সেই সময় রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে রামভরোসিকে খুন করে। পুলিশ তখনই তাঁকে গ্রেফতার করে, তবে ১৯৯১ সালে জামিনে ছাড়া পেয়েই তিনি গা ঢাকা দেন। (Representative Image: AI)
advertisement
সাধুর ছদ্মবেশে চলছিল পালিয়ে থাকার নাটক রণবীর এতটাই চতুর ছিল যে নিজের পরিচয় লুকিয়ে সাধুর সাজে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন। গোরবর্ধন, বারাণসী (উত্তরপ্রদেশ), জুনাগড় (গুজরাট), হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় আশ্রমবাসী সাধুর মতো বাস করতেন। বহুবার পুলিশ খোঁজ করলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১৯৮৯ সালে রামভরোসি প্রজাপতিকে নৃশংসভাবে খুন করার পর সাধুর ছদ্মবেশে উত্তরপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ ও হরিয়ানায় লুকিয়ে ছিলেন রণবীর। তাঁর মাথার উপর ঘোষণা ছিল ১০,০০০ টাকার পুরস্কার। এই ঘটনা রাজস্থানের করৌলি জেলার হিন্দৌন সিটির সুরাউথ থানার। বহুদিনের চেষ্টার পর অবশেষে ধরা পড়ে গেল এই পলাতক খুনি। (Representative Image: AI)
advertisement