Know Your car|| গাড়ি তো চালান! ড্যাশবোর্ডের এই ১০ চিহ্নের মানে জানেন না ৯৯% মানুষই! আপনি জানেন?

Last Updated:
10 signs on cars dashboard: আজ গাড়ির ড্যাশবোর্ডে থাকা কিছু চিহ্নের অর্থ আপনাদের জানাবো আমরা। জানার পরে বুঝতে পারবেন, এগুলো সম্পর্কে ৯৯ শতাংশ মানুষই জানেন না।
1/11
*বাইক বা স্কুটির তুলনায় গাড়িতে কথাও যাওয়া অনেক বেশি সুবিধাজনক। যেখানে টু-হুইলারে আপনাকে ধুলো মাখতে, হাওয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেখানে গাড়ির ভেতরে এসি চালিয়ে অনেক শান্তিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। আপনাদের মধ্যে অনেকেই গাড়িতে বসতে বা গাড়ি চালাতে পছন্দ করেন, কিন্তু আপনার গাড়িকে কতটা ভালো করে জানেন আপনি?আজ গাড়ির ড্যাশবোর্ডে থাকা কিছু চিহ্নের অর্থ আপনাদের জানাবো আমরা। জানার পরে বুঝতে পারবেন, এগুলো সম্পর্কে ৯৯ শতাংশ মানুষই জানেন না।
*বাইক বা স্কুটির তুলনায় গাড়িতে কথাও যাওয়া অনেক বেশি সুবিধাজনক। যেখানে টু-হুইলারে আপনাকে ধুলো মাখতে, হাওয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেখানে গাড়ির ভেতরে এসি চালিয়ে অনেক শান্তিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। আপনাদের মধ্যে অনেকেই গাড়িতে বসতে বা গাড়ি চালাতে পছন্দ করেন, কিন্তু আপনার গাড়িকে কতটা ভালো করে জানেন আপনি?আজ গাড়ির ড্যাশবোর্ডে থাকা কিছু চিহ্নের অর্থ আপনাদের জানাবো আমরা। জানার পরে বুঝতে পারবেন, এগুলো সম্পর্কে ৯৯ শতাংশ মানুষই জানেন না।
advertisement
2/11
*আপনার গাড়িতে তেল কম থাকলে, আপনি ড্যাশবোর্ডে একটি কম জ্বালানীর নির্দেশক দেখতে পাবেন। এটি আপনাকে মনে করিয়ে দেয় তাড়াতাড়ি পেট্রোল বা ডিজেল রিফিল করতে হবে।
*আপনার গাড়িতে তেল কম থাকলে, আপনি ড্যাশবোর্ডে একটি কম জ্বালানীর নির্দেশক দেখতে পাবেন। এটি আপনাকে মনে করিয়ে দেয় তাড়াতাড়ি পেট্রোল বা ডিজেল রিফিল করতে হবে।
advertisement
3/11
*ড্যাশবোর্ডে রয়েছে সিট বেল্ট অনুস্মারক। গাড়ি চালানোর সময়ে সিট বেল্ট পরা বাধ্যতামূলক। আইন কঠোর হওয়ায় এখন সিট বেল্ট পরেন প্রায় সকলেই। কিন্তু কখনও এমন হতে পারে, আপনি ভুলে গিয়েছেন। আপনাকে সেই কথা মনে করিয়ে দেবে ড্যাশবোর্ড। আপনি যদি গাড়িতে বসার পর সিট বেল্ট না পরে থাকেন, তাহলে ড্যাশবোর্ডে এই চিহ্নটি দেখতে পাবেন।
*ড্যাশবোর্ডে রয়েছে সিট বেল্ট অনুস্মারক। গাড়ি চালানোর সময়ে সিট বেল্ট পরা বাধ্যতামূলক। আইন কঠোর হওয়ায় এখন সিট বেল্ট পরেন প্রায় সকলেই। কিন্তু কখনও এমন হতে পারে, আপনি ভুলে গিয়েছেন। আপনাকে সেই কথা মনে করিয়ে দেবে ড্যাশবোর্ড। আপনি যদি গাড়িতে বসার পর সিট বেল্ট না পরে থাকেন, তাহলে ড্যাশবোর্ডে এই চিহ্নটি দেখতে পাবেন।
advertisement
4/11
*এটি এয়ারব্যাগ সতর্কীকরণ আলো। এটিও এক ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য। যদি এই চিহ্নটি আপনার ড্যাশবোর্ডে জ্বলে থাকে, তার মানে গাড়ির এয়ারব্যাগে কিছু সমস্যা রয়েছে। তাড়াতাড়ি মেকানিকের কাছে যেতে হবে আপনাকে।
*এটি এয়ারব্যাগ সতর্কীকরণ আলো। এটিও এক ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য। যদি এই চিহ্নটি আপনার ড্যাশবোর্ডে জ্বলে থাকে, তার মানে গাড়ির এয়ারব্যাগে কিছু সমস্যা রয়েছে। তাড়াতাড়ি মেকানিকের কাছে যেতে হবে আপনাকে।
advertisement
5/11
*ব্যাটারি গাড়ি এবং তার ইলেকট্রনিক সিস্টেম চালু করতে ব্যবহৃত হয়। এই আলো যদি আপনার গাড়ির ড্যাশবোর্ডে জ্বলতে থাকে, তার মানে আপনার গাড়ির ব্যাটারিতে সমস্যা রয়েছে। চেক করিয়ে নিন দেরী না করে।
*ব্যাটারি গাড়ি এবং তার ইলেকট্রনিক সিস্টেম চালু করতে ব্যবহৃত হয়। এই আলো যদি আপনার গাড়ির ড্যাশবোর্ডে জ্বলতে থাকে, তার মানে আপনার গাড়ির ব্যাটারিতে সমস্যা রয়েছে। চেক করিয়ে নিন দেরী না করে।
advertisement
6/11
*এই আলোকে ব্রেক সতর্কতা নির্দেশক বলা হয়। অনেক সময় মানুষ গাড়ি পার্ক করার পর হ্যান্ড ব্রেক লাগায়। কিন্তু রিস্টার্ট করার আগে হাতের ব্রেক খুলে ফেলুন। আপনি যদি তা না করে থাকেন তবে আপনি এই ইঙ্গিতটি দেখতে পাবেন।
*এই আলোকে ব্রেক সতর্কতা নির্দেশক বলা হয়। অনেক সময় মানুষ গাড়ি পার্ক করার পর হ্যান্ড ব্রেক লাগায়। কিন্তু রিস্টার্ট করার আগে হাতের ব্রেক খুলে ফেলুন। আপনি যদি তা না করে থাকেন তবে আপনি এই ইঙ্গিতটি দেখতে পাবেন।
advertisement
7/11
*গাড়ির ড্যাশবোর্ডে ABS লেখা দেখেছেন অনেকবার। এটি গাড়ির অন্যতম নিরাপত্তাসূচক বৈশিষ্ট্য। এটি হার্ড ব্রেকিংয়ের সময় গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখে। যদি এই চিহ্নটি আপনার ড্যাশবোর্ডে জ্বলতে থাকে তবে অবিলম্বে মেকানিকের কাছে জেয়তে হবে। না হলে বিপদ ঘনাতে পারে।
*গাড়ির ড্যাশবোর্ডে ABS লেখা দেখেছেন অনেকবার। এটি গাড়ির অন্যতম নিরাপত্তাসূচক বৈশিষ্ট্য। এটি হার্ড ব্রেকিংয়ের সময় গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখে। যদি এই চিহ্নটি আপনার ড্যাশবোর্ডে জ্বলতে থাকে তবে অবিলম্বে মেকানিকের কাছে জেয়তে হবে। না হলে বিপদ ঘনাতে পারে।
advertisement
8/11
*এটি ইঞ্জিন আলোর প্রতীক। প্রায়ই আপনি যখন গাড়ী শুরু করেন, আপনি ড্যাশবোর্ডে এটি দেখতে পান। এর রঙ হলুদ এবং এটি ইঞ্জিনকে নির্দেশ করে। এই আলো নিভে যায়। যদি এটি চালু থাকে, তাহলে তার মানে গাড়ির ইঞ্জিনে সমস্যা রয়েছে। কোনও রিস্ক নেবেন না।
*এটি ইঞ্জিন আলোর প্রতীক। প্রায়ই আপনি যখন গাড়ী শুরু করেন, আপনি ড্যাশবোর্ডে এটি দেখতে পান। এর রঙ হলুদ এবং এটি ইঞ্জিনকে নির্দেশ করে। এই আলো নিভে যায়। যদি এটি চালু থাকে, তাহলে তার মানে গাড়ির ইঞ্জিনে সমস্যা রয়েছে। কোনও রিস্ক নেবেন না।
advertisement
9/11
*এই আলো ইঞ্জিন তাপমাত্রার সতর্কীকরণ আলো। গাড়ির ইঞ্জিনের একটি নির্দিষ্ট তাপমাত্রা থাকে। এই আলো যদি আপনার গাড়ির ড্যাশবোর্ডে বারবার জ্বলতে থাকে, তার মানে আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। ফলে আপনাকে যেতে হতে পারে মেকানিকের কাছে।
*এই আলো ইঞ্জিন তাপমাত্রার সতর্কীকরণ আলো। গাড়ির ইঞ্জিনের একটি নির্দিষ্ট তাপমাত্রা থাকে। এই আলো যদি আপনার গাড়ির ড্যাশবোর্ডে বারবার জ্বলতে থাকে, তার মানে আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। ফলে আপনাকে যেতে হতে পারে মেকানিকের কাছে।
advertisement
10/11
*এই চিহ্নটিকে তেল চাপ সতর্কীকরণ আলো বলা হয়। যদি এই লাল রঙটি আপনার ড্যাশবোর্ডে অনবরত জ্বলতে থাকে, তাহলে বুঝবেন আপনার গাড়ির ইঞ্জিন প্রয়োজনীয় তেল পাচ্ছে না। অবিলম্বে আপনার ইঞ্জিন তেলের স্তর পরীক্ষা করাতে হবে।
*এই চিহ্নটিকে তেল চাপ সতর্কীকরণ আলো বলা হয়। যদি এই লাল রঙটি আপনার ড্যাশবোর্ডে অনবরত জ্বলতে থাকে, তাহলে বুঝবেন আপনার গাড়ির ইঞ্জিন প্রয়োজনীয় তেল পাচ্ছে না। অবিলম্বে আপনার ইঞ্জিন তেলের স্তর পরীক্ষা করাতে হবে।
advertisement
11/11
*এই আলো প্রেসার টায়ার ওয়ার্নিংয়ের জন্য। এই আলো আপনার গাড়ির টায়ারের চাপ পরিমাপ করে। টায়ারে বায়ু চাপ কম থাকলে এই চিহ্নটি আপনার ড্যাশবোর্ডে জ্বলতে শুরু করবে।
*এই আলো প্রেসার টায়ার ওয়ার্নিংয়ের জন্য। এই আলো আপনার গাড়ির টায়ারের চাপ পরিমাপ করে। টায়ারে বায়ু চাপ কম থাকলে এই চিহ্নটি আপনার ড্যাশবোর্ডে জ্বলতে শুরু করবে।
advertisement
advertisement
advertisement