দৌড়ে ট্রেনে উঠতেন, ফিরতেন টাকার পাহাড়ে! 'দাঁড়াও, বস্তায় কী আছে দেখি?' ২ যুবককে স্টেশনে আটকাল RPF! বস্তা খুলতেই...এ কী!

Last Updated:
Indian Railways: স্টেশনে ধরা পড়া এই দুই যুবকের পেছনে লুকিয়ে রয়েছে এক রহস্য! যারা নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেলপথকেই বেছে নিয়েছে সোনার খনির মতো। পুলিশ যখন ধরা পড়া বস্তার মুখ খুলল, তখনই ফাঁস হল সেই রহস্য—যা বদলে দিল গোটা তদন্তের মোড়।
1/9
অন্ধকারে ডুবে থাকা গয়া জংশনের এক কোণায় হঠাৎ শুরু হল অস্বাভাবিক হইচই। ভিড়ের মধ্যে দু’জন যুবক, কাঁধে বস্তা চাপিয়ে দৌড়ে পালাচ্ছে—পিছনে রেল পুলিশের জওয়ানরা। প্ল্যাটফর্মে তখন সাধারণ যাত্রীদের চোখেমুখে কৌতূহল আর শঙ্কা। কী এমন আছে সেই বস্তায়? কেনই বা এমন আতঙ্কে ছুটছে ওরা?
অন্ধকারে ডুবে থাকা গয়া জংশনের এক কোণায় হঠাৎ শুরু হল অস্বাভাবিক হইচই। ভিড়ের মধ্যে দু’জন যুবক, কাঁধে বস্তা চাপিয়ে দৌড়ে পালাচ্ছে—পিছনে রেল পুলিশের জওয়ানরা। প্ল্যাটফর্মে তখন সাধারণ যাত্রীদের চোখেমুখে কৌতূহল আর শঙ্কা। কী এমন আছে সেই বস্তায়? কেনই বা এমন আতঙ্কে ছুটছে ওরা? (Representative Image: AI Generated)
advertisement
2/9
প্রতি দিন রেল পরিবহনে নানা রকম যাত্রী নজরে আসে। তাঁদের মধ্যে কেউ কেউ রহস্যময় আচরণ করায় RPF নজরদারি চালায়। অনেক সময় সত্যিই তাঁদের কাছে বেআইনি জিনিস ধরা পড়ে, কখনও পড়ে না। তবে এ ক্ষেত্রে যা হল, রেল নিরাপত্তারক্ষীদেরও চক্ষু চড়কগাছ!
প্রতি দিন রেল পরিবহনে নানা রকম যাত্রী নজরে আসে। তাঁদের মধ্যে কেউ কেউ রহস্যময় আচরণ করায় RPF নজরদারি চালায়। অনেক সময় সত্যিই তাঁদের কাছে বেআইনি জিনিস ধরা পড়ে, কখনও পড়ে না। তবে এ ক্ষেত্রে যা হল, রেল নিরাপত্তারক্ষীদেরও চক্ষু চড়কগাছ!  (Representative Image: AI Generated)
advertisement
3/9
স্টেশনে ধরা পড়া এই দুই যুবকের পেছনে লুকিয়ে রয়েছে এক রহস্য, এক চালাক চক্রের কাহিনি—যারা নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেলপথকেই বেছে নিয়েছে সোনার খনির মতন। পুলিশ যখন ধরা পড়া বস্তার মুখ খুলল, তখনই ফাঁস হল সেই রহস্য—যা বদলে দিল গোটা তদন্তের মোড়।
স্টেশনে ধরা পড়া এই দুই যুবকের পেছনে লুকিয়ে রয়েছে এক রহস্য, এক চালাক চক্রের কাহিনি—যারা নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেলপথকেই বেছে নিয়েছে সোনার খনির মতন। পুলিশ যখন ধরা পড়া বস্তার মুখ খুলল, তখনই ফাঁস হল সেই রহস্য—যা বদলে দিল গোটা তদন্তের মোড়। (Representative Image: AI Generated)
advertisement
4/9
এবার গয়া রেল স্টেশনে ধরা পড়ল এমনই দুই যুবক, যারা ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে বিহারে আসত বস্তা বোঝাই করে, আর ফিরে যেত টাকায় গড়াগড়ি দিয়ে।
এবার গয়া রেল স্টেশনে ধরা পড়ল এমনই দুই যুবক, যারা ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে বিহারে আসত বস্তা বোঝাই করে, আর ফিরে যেত টাকায় গড়াগড়ি দিয়ে। (Representative Image: AI Generated)
advertisement
5/9
রেল পুলিশের নজরে পড়তেই দৌড়—অবশেষে ধরা! রেল পুলিশের তরফে জানানো হয়েছে, গয়া জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নজরদারির সময় সন্দেহভাজন দুই যুবক ট্রেন থেকে নামতেই বস্তা কাঁধে দৌড় শুরু করে। সঙ্গে সঙ্গে তাদের ধাওয়া করে পাকড়াও করে RPF-এর জওয়ানরা।
রেল পুলিশের নজরে পড়তেই দৌড়—অবশেষে ধরা ! রেল পুলিশের তরফে জানানো হয়েছে, গয়া জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নজরদারির সময় সন্দেহভাজন দুই যুবক ট্রেন থেকে নামতেই বস্তা কাঁধে দৌড় শুরু করে। সঙ্গে সঙ্গে তাদের ধাওয়া করে পাকড়াও করে RPF-এর জওয়ানরা। (Representative Image: AI Generated)
advertisement
6/9
তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪৮ ক্যান বিয়ার ও ১২০ বোতল দামি বিদেশি মদ। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য প্রায় ২৩ হাজার টাকা। চোরাকারবারিরা ধরা পড়ল, আসল ঠিকানা নালন্দা। আটক দুই যুবকের নাম পঙ্কজ কুমার ও কঞ্চন কুমার।
তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪৮ ক্যান বিয়ার ও ১২০ বোতল দামি বিদেশি মদ। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য প্রায় ২৩ হাজার টাকা। চোরাকারবারিরা ধরা পড়ল, আসল ঠিকানা নালন্দা। আটক দুই যুবকের নাম পঙ্কজ কুমার ও কঞ্চন কুমার। (Representative Image: AI Generated)
advertisement
7/9
দু’জনেই নালন্দা জেলার বাসিন্দা। জেরা করে পুলিশ জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরেই এই রুটে ট্রেনে করে মদ এনে নালন্দায় বিক্রি করত। বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় এই সব মদ তারা চড়া দামে বিক্রি করত।
দু’জনেই নালন্দা জেলার বাসিন্দা। জেরা করে পুলিশ জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরেই এই রুটে ট্রেনে করে মদ এনে নালন্দায় বিক্রি করত। বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় এই সব মদ তারা চড়া দামে বিক্রি করত। (Representative Image: AI Generated)
advertisement
8/9
রেল পুলিশ জানিয়েছে, এই ধরপাকড়ের ফলে মদ চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
রেল পুলিশ জানিয়েছে, এই ধরপাকড়ের ফলে মদ চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। (Representative Image: AI Generated)
advertisement
9/9
এছাড়াও, গয়া জংশনের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে এই পদক্ষেপ নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে।
এছাড়াও, গয়া জংশনের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে এই পদক্ষেপ নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
advertisement