জলপাইগুড়িতে ভাইরাল জ্বরের মধ্যে আবার নতুন আতঙ্ক। এবার ৬ জন শিশুর শরীরে মিলল স্ক্রাব টাইফাসের জীবাণু (Scrub Typhus in Bengal)। শুধু তাই নয়, সাত শিশুর শরীরে মিলেছে ডেঙ্গির জীবাণুও। এর মধ্যে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ল উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি জেলা হাসপাতালে ৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ফলে এখনও পর্যন্ত মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ৩।
তবে, বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্ক্রাব টাইফাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং সাধারণ অ্যান্টিবায়োটিকেই স্ক্রাব টাইফাস থেকে সুস্থ হয়ে ওঠা যায়। জানা গিয়েছে, জ্বরে আক্রান্ত ৬৫ শিশুর নমুনা পাঠানো হয়েছিল কলকাতায়। তাদের মধ্যেই ৬ জনের শরীরে মিলেছে স্ক্রাব টাইফাস, আর ৭ জনের শরীরে মিলেছে ডেঙ্গির জীবাণু।
চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাসের দোসর হয়েছে স্ক্রাব টাইফাস। গত কয়েক বছরে শুধু শিলিগুড়ি বা দার্জিলিং নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় স্ক্রাব টাইফাস থাবা বসিয়েছে। মৃত্যুও হয়েছে অনেকেরই। শিলিগুড়ি সহ দার্জিলিং জেলা এবং অন্যান্য জেলা থেকেও রোগীরা এই সংক্রমণ নিয়ে এসেছিলেন। গতবারের মতো এবারও ভাইরাল জ্বরের মধ্যেই থাবা বসাল স্ক্রাব টাইফাস।