আজ থেকে টয়ট্রেনে পাহাড় সফরে ভিস্টাডোম কোচ! পুজোর মুখে উপহারে উচ্ছ্বসিত পর্যটকরা

Last Updated:
Darjeeling Vistadome Coach: আজ, সোমবার থেকে চালু হল ১৫ আসনের এসি ভিস্টাডোম কোচ। সঙ্গে ৮ আসনের বাতানুকূল রেস্তরাঁ-কোচ। ঝাঁ চকচকে কোচে চওড়া জানালা। ছাদও কাচের
1/8
পুজোতে পর্যটকদের সেরা উপহার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ( DHR)। আজ, সোমবার থেকে চালু হল ১৫ আসনের এসি ভিস্টাডোম কোচ। সঙ্গে ৮ আসনের বাতানুকূল রেস্তরাঁ-কোচ। ঝাঁ চকচকে কোচে চওড়া জানালা। ছাদও কাচের। ( প্রতিবেদন : পার্থপ্রতিম সরকার)
পুজোতে পর্যটকদের সেরা উপহার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ( DHR)। আজ, সোমবার থেকে চালু হল ১৫ আসনের এসি ভিস্টাডোম কোচ। সঙ্গে ৮ আসনের বাতানুকূল রেস্তরাঁ-কোচ। ঝাঁ চকচকে কোচে চওড়া জানালা। ছাদও কাচের। ( প্রতিবেদন : পার্থপ্রতিম সরকার)
advertisement
2/8
কোচের আসনে বসে উঁকি দিলেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। সাদা মেঘের ভেলা। চারপাশে তাকালে হাতের মুঠোয় প্রকৃতি। নীল পাহাড় আর সবুজ চা বাগান, জঙ্গলের মধ্যে দিয়ে চড়াই উতরাই পথ ধরে সোজা দার্জিলিং।
কোচের আসনে বসে উঁকি দিলেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। সাদা মেঘের ভেলা। চারপাশে তাকালে হাতের মুঠোয় প্রকৃতি। নীল পাহাড় আর সবুজ চা বাগান, জঙ্গলের মধ্যে দিয়ে চড়াই উতরাই পথ ধরে সোজা দার্জিলিং।
advertisement
3/8
মহানন্দা অভয়ারণ্য, পাহাড়ি ঝরনা-সহ আরও কত কী! সপ্তাহে তিন দিন এনজেপি থেকে ছাড়বে এই ট্রেন। সোম, বুধ এবং শনিবার। অন্যদিকে দার্জিলিং থেকে ফের সমতলে নামবে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবারে।
মহানন্দা অভয়ারণ্য, পাহাড়ি ঝরনা-সহ আরও কত কী! সপ্তাহে তিন দিন এনজেপি থেকে ছাড়বে এই ট্রেন। সোম, বুধ এবং শনিবার। অন্যদিকে দার্জিলিং থেকে ফের সমতলে নামবে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবারে।
advertisement
4/8
ধসের জেরে চলতি মাসে বন্ধই ছিল এনজেপি ও দার্জিলিঙের মধ্যে টয়ট্রেন পরিষেবা। রংটং ও তিনধরিয়া স্টেশনের মাঝে বড় ধসের জেরে গত ১ সেপ্টেম্বর থেকে দু’দফায় বন্ধ ছিল পরিষেবা।
ধসের জেরে চলতি মাসে বন্ধই ছিল এনজেপি ও দার্জিলিঙের মধ্যে টয়ট্রেন পরিষেবা। রংটং ও তিনধরিয়া স্টেশনের মাঝে বড় ধসের জেরে গত ১ সেপ্টেম্বর থেকে দু’দফায় বন্ধ ছিল পরিষেবা।
advertisement
5/8
অবশেষে ধস সরিয়ে আজ থেকে শুরু পরিষেবা। ভ্রমণপিপাসু পর্যটকদের জন্যে নতুন পরিষেবা নিয়ে এলো DHR।
অবশেষে ধস সরিয়ে আজ থেকে শুরু পরিষেবা। ভ্রমণপিপাসু পর্যটকদের জন্যে নতুন পরিষেবা নিয়ে এলো DHR।
advertisement
6/8
পর্যটকদের সুবিধায় আরও বেশ কিছু পরিষেবাও আসছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা। তিনি আরও জানান, এনজেপি-সহ দার্জিলিং স্টেশনকে বিশ্বমানের স্টেশনে উন্নীত করা হবে। যার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।
পর্যটকদের সুবিধায় আরও বেশ কিছু পরিষেবাও আসছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা। তিনি আরও জানান, এনজেপি-সহ দার্জিলিং স্টেশনকে বিশ্বমানের স্টেশনে উন্নীত করা হবে। যার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।
advertisement
7/8
শিলিগুড়ি স্টেশনকে হেরিটেজ হিসেবে তৈরি করা হবে। এনজেপি থেকে ‘বন্দে ভারত’ ট্রেন পরিষেবা চালু হবে।
শিলিগুড়ি স্টেশনকে হেরিটেজ হিসেবে তৈরি করা হবে। এনজেপি থেকে ‘বন্দে ভারত’ ট্রেন পরিষেবা চালু হবে।
advertisement
8/8
পুজোর আগে নয়া উপহারে খুশি পর্যটকেরা। প্রথম বার টয়ট্রেনে চেপে পাহাড় সফরে ভিস্টাডোম কোচ! অভিভূত পর্যটকেরা।
পুজোর আগে নয়া উপহারে খুশি পর্যটকেরা। প্রথম বার টয়ট্রেনে চেপে পাহাড় সফরে ভিস্টাডোম কোচ! অভিভূত পর্যটকেরা।
advertisement
advertisement
advertisement