Vande Bharat Express Food Menu: বন্দে ভারত-এর মেনুতে বিরাট বদল! ইলিশ থেকে কাতলা, সঙ্গে চিকেন কষা! এবার ট্রেনেই জমিয়ে খান!

Last Updated:
Vande Bharat Express Food Menu: বাঙালিদের জন্য দারুণ খবর! এবার আর বাড়ি থেকে খাবার নিতে হবে না! বন্দে ভারতেই মিলবে মাছের নানা পদ! ব্রেকফাস্ট থেকে ডিনারে কী কী খাবার থাকছে জেনে নিন
1/6
মাছের ঝোল হোক বা সরষে মাছ। এবার মিলবে বন্দে ভারতে। বাঙালির প্রিয় খাবার এবার যুক্ত করা হল বন্দে ভারতের মেনুতে।‌ দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার দুই সময়েই থাকছে মাছের পদ। সঙ্গে ভাত। photo source collected
মাছের ঝোল হোক বা সরষে মাছ। এবার মিলবে বন্দে ভারতে। বাঙালির প্রিয় খাবার এবার যুক্ত করা হল বন্দে ভারতের মেনুতে।‌ দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার দুই সময়েই থাকছে মাছের পদ। সঙ্গে ভাত। photo source collected
advertisement
2/6
কথায় আছে “মাছে ভাতে বাঙালি” অর্থাৎ বাঙালি যেখানেই যাক দুপুরের আহারে মাছ ভাত চাই ই চাই।তাই খাদ্য রসিক বাঙালির চাহিদা মেটাতে নিউ জলপাইগুড়ি- হাওড়া বন্দে ভারতের এবার নিযুক্ত হল নতুন খাবারের মেনু। photo source collected
কথায় আছে “মাছে ভাতে বাঙালি” অর্থাৎ বাঙালি যেখানেই যাক দুপুরের আহারে মাছ ভাত চাই ই চাই।তাই খাদ্য রসিক বাঙালির চাহিদা মেটাতে নিউ জলপাইগুড়ি- হাওড়া বন্দে ভারতের এবার নিযুক্ত হল নতুন খাবারের মেনু। photo source collected
advertisement
3/6
রেল সূত্রে জানা গিয়েছে, ২২৩০১ হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে পূর্ণতঃ সম্পন্ন হয়েছে। এখন হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এ বাংলার সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী বিভিন্ন সুস্বাদু খাবারের পদগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। photo source collected
রেল সূত্রে জানা গিয়েছে, ২২৩০১ হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে পূর্ণতঃ সম্পন্ন হয়েছে। এখন হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এ বাংলার সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী বিভিন্ন সুস্বাদু খাবারের পদগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। photo source collected
advertisement
4/6
যেমন প্রাতরাশে ত্রিকোণ পরোটা, ছোলার ডাল, মাল্টিগ্রেন আটার রুটি। লাঞ্চ অথবা ডিনারের জন্য বেছে নেওয়া হয়েছে বাসন্তী পোলাও, চিকেন কষা, ফিস ফ্রাই, ধোকা অথবা ছানার ডালনা, সোনামুগের ডাল, বাঙালির অতিপ্রিয় মাছের ঝোল, সরষে মাছ, মিষ্টি দই, সন্দেশ এবং ক্ষীরকদম। photo source collected
যেমন প্রাতরাশে ত্রিকোণ পরোটা, ছোলার ডাল, মাল্টিগ্রেন আটার রুটি। লাঞ্চ অথবা ডিনারের জন্য বেছে নেওয়া হয়েছে বাসন্তী পোলাও, চিকেন কষা, ফিস ফ্রাই, ধোকা অথবা ছানার ডালনা, সোনামুগের ডাল, বাঙালির অতিপ্রিয় মাছের ঝোল, সরষে মাছ, মিষ্টি দই, সন্দেশ এবং ক্ষীরকদম। photo source collected
advertisement
5/6
প্রাতরাশ থেকে লাঞ্চ এবং ডিনার এর জন্য বাছাইকৃত বাঙালি খাবারের প্রতিটি অংশে উল্লেখযোগ্য সুস্বাদ এবং পারিপাটিত্ব সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, তার উচ্চ-গতির ক্ষমতা এবং বিলাসবহুল সুযোগ-সুবিধার জন্য বিখ্যাত  photo source collected
প্রাতরাশ থেকে লাঞ্চ এবং ডিনার এর জন্য বাছাইকৃত বাঙালি খাবারের প্রতিটি অংশে উল্লেখযোগ্য সুস্বাদ এবং পারিপাটিত্ব সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, তার উচ্চ-গতির ক্ষমতা এবং বিলাসবহুল সুযোগ-সুবিধার জন্য বিখ্যাত photo source collected
advertisement
6/6
উল্লেখযোগ্যভাবে, ঋতুগত ভিন্নতা সত্ত্বেও বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেশি। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সাফল্য ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। (তথ্য: হরষিত সিংহ)
উল্লেখযোগ্যভাবে, ঋতুগত ভিন্নতা সত্ত্বেও বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেশি। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সাফল্য ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। (তথ্য: হরষিত সিংহ)
advertisement
advertisement
advertisement