Train Accident: ফের রাঙাপানি! লাইনচ্যূত তেল বহনকারী মালগাড়ি, কী অবস্থা ট্রেন চলাচলের

Last Updated:
Train Accident: জানা গেছে, শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের দুটো কামরা লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে রেলকর্মীরা
1/5
ফের রাঙাপানিতে দুর্ঘটনার কবলে ট্রেন। ফের রাঙাপানিতে লাইনচ্যুত হল মালবাহী ট্রেন। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ফের রাঙাপানিতে দুর্ঘটনার কবলে ট্রেন। ফের রাঙাপানিতে লাইনচ্যুত হল মালবাহী ট্রেন। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
2/5
জানা গেছে, শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের দুটো কামরা লাইনচ্যুত হয়।
জানা গেছে, শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের দুটো কামরা লাইনচ্যুত হয়।
advertisement
3/5
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও আরপিএফ। তবে ইয়ার্ডের মধ্যে হওয়ায় মূল পরিষেবায় কোন ব্যাঘাত ঘটেনি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও আরপিএফ। তবে ইয়ার্ডের মধ্যে হওয়ায় মূল পরিষেবায় কোন ব্যাঘাত ঘটেনি।
advertisement
4/5
বিষয়টি খবর পাওয়া মাত্র নিউ জলপাইগুড়ি লোকো শেড থেকে রিকভারি ইঞ্জিন ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত কামরা দুটিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে।
বিষয়টি খবর পাওয়া মাত্র নিউ জলপাইগুড়ি লোকো শেড থেকে রিকভারি ইঞ্জিন ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত কামরা দুটিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে।
advertisement
5/5
উল্লেখ্য, গত জুন মাসে রাঙ্গাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এতে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘা-ই এখনও পুরোপুরি শুকোয়নি। তার দেড় মাসের মধ্যেই এদিন ওই এলাকায় বেলাইন হল মালগাড়ি।
উল্লেখ্য, গত জুন মাসে রাঙ্গাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এতে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘা-ই এখনও পুরোপুরি শুকোয়নি। তার দেড় মাসের মধ্যেই এদিন ওই এলাকায় বেলাইন হল মালগাড়ি।
advertisement
advertisement
advertisement