শুরু হল সান্ধ্য টয় ট্রেন, রাতের পাহাড় আর চা-বাগানের রোমাঞ্চ এবার হাতের মুঠোয়
Last Updated:
advertisement
advertisement
• রবিবার সবুজ পতাকা নেড়ে ট্রেনের যাত্রার সূচনা করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিভিশনাল ম্যানেজার চন্দ্রপ্রকাশ গুপ্তা। অনুষ্ঠানে ডিএইচআরের ডিরেক্টর এম কে নার্জারিও উপস্থিত ছিলেন। ডিআরএম বলেন, ‘‘দার্জিলিং হিমালয়ান রেলওয়ের হেরিটেজ ট্রেন হিসাবে টয় ট্রেনের নতুন সার্ভিস চালু করা হল। এই ট্রেন চালিয়ে আয় করা আমাদের উদ্দেশ্য নয়। ডিএইচআরের যে ঐতিহ্য রয়েছে মানুষের কাছে সেই বার্তা দিতেই ট্রেনটি চালানো হচ্ছে। রোজই ট্রেনটি চলবে। আমরা এনিয়ে আরও বেশি প্রচারও করব। এই ভ্রমণে পর্যটকদের উত্সাহিত করার জন্য আমরা বিভিন্ন ট্যুর অপারেটরদেরও বলব।’’
advertisement
advertisement
• ডিএইচআর জানাচ্ছে, এই রুট জনপ্রিয় হলে যাত্রাপথ আরও বাড়ানো হবে ৷ পর্যটকদের হেরিটেজের স্বাদ দিতে স্টিম ইঞ্জিনেই চলবে এই ট্রেন ৷ দু’টি কোচ রয়েছে এতে ৷ দু’টিই হেরিটেজ কোচ ৷ ইঞ্জিনের পরে রয়েছে জেনারেল কোচ ৷ তাতে আসন সংখ্যা ১৭ ৷ এরপরে ডাইনিং কোচ ৷ সেখানে ১২ জন বসতে পারবেন ৷ প্রথমদিন ট্রেনে ছিলেন ৮জন যাত্রী ৷
advertisement
advertisement