Tortoise: শিবরাত্রির দিন দিঘি থেকে দোকানে উঠে এল এ কোন প্রাণী! অবাক ঘটনা কোচবিহারে, পুজো দিল সকলে

Last Updated:
Tortoise: কবিরাজ বাগানের পাশেই রয়েছে রাজ আমলের হেরিটেজ কাইয়া দিঘি।
1/5
শিব চতুর্দশীতে ঘটল এক অবাক করা ঘটনা। কোচবিহার কবিরাজ বাগান সংলগ্ন এলাকায়।
শিব চতুর্দশীতে ঘটল এক অবাক করা ঘটনা। কোচবিহার কবিরাজ বাগান সংলগ্ন এলাকায়।
advertisement
2/5
কবিরাজ বাগানের পাশেই রয়েছে রাজ আমলের হেরিটেজ কাইয়া দিঘি। এদিন এই দিঘি থেকেই এক বড় কচ্ছপ উঠে আসে দিঘি সংলগ্ন এক দোকানের ভেতর।
কবিরাজ বাগানের পাশেই রয়েছে রাজ আমলের হেরিটেজ কাইয়া দিঘি। এদিন এই দিঘি থেকেই এক বড় কচ্ছপ উঠে আসে দিঘি সংলগ্ন এক দোকানের ভেতর।
advertisement
3/5
দোকানের কর্ণধার অভিষেক বণিক জানান, আচমকা কচ্ছপটি দেখে অবাক হয়ে যান তাঁরা। এরপর রীতিমতো ফুল, বেলপাতা দিয়ে পুজোও দেন কচ্ছপটিকে।
দোকানের কর্ণধার অভিষেক বণিক জানান, আচমকা কচ্ছপটি দেখে অবাক হয়ে যান তাঁরা। এরপর রীতিমতো ফুল, বেলপাতা দিয়ে পুজোও দেন কচ্ছপটিকে।
advertisement
4/5
পরবর্তী সময়ে সেখানে বন্যপ্রাণ উদ্ধারকারী অর্ধেন্দু বণিক এসে পৌঁছন। এরপর তিনি কচ্ছপটিকে দোকান থেকে নিয়ে গিয়ে পুনরায় দিঘিতে ছেড়ে দেন।
পরবর্তী সময়ে সেখানে বন্যপ্রাণ উদ্ধারকারী অর্ধেন্দু বণিক এসে পৌঁছন। এরপর তিনি কচ্ছপটিকে দোকান থেকে নিয়ে গিয়ে পুনরায় দিঘিতে ছেড়ে দেন।
advertisement
5/5
অর্ধেন্দু বণিক জানান, এটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ। ডিম পাড়ার জন্য এঁরা এই সময় মাটিতে উঠে আসে। তবে এই দিঘি জঙ্গলে ভর্তি থাকায় ডাঙায় উঠে আসে কচ্ছপটি।
অর্ধেন্দু বণিক জানান, এটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ। ডিম পাড়ার জন্য এঁরা এই সময় মাটিতে উঠে আসে। তবে এই দিঘি জঙ্গলে ভর্তি থাকায় ডাঙায় উঠে আসে কচ্ছপটি।
advertisement
advertisement
advertisement