প্রকৃতির কোলে পশুপাখিদের সঙ্গ মাতিয়ে তুলল ওদের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
টিপুখোলা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত এই ক্যাম্পে অংশ নেয় একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বন দফতরের আধিকারিকরা শিশুদের নিয়ে ঘুরে দেখান বনাঞ্চল, পশুপাখি ও গাছপালা। বিশেষভাবে ব্যাখ্যা করা হয় বন্যপ্রাণ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং প্রকৃতি রক্ষার গুরুত্ব
![মোবাইল ও ইন্টারনেটের দুনিয়া থেকে দূরে সরিয়ে এবার পড়ুয়াদের প্রকৃতির কোলে নিয়ে যাওয়ার উদ্যোগ বন দফতরের। শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিতি ঘটানো এবং পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে শিলিগুড়ি মহকুমার বিন্নাগুড়ি বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ প্রকৃতি পাঠের ক্যাম্প।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য] মোবাইল ও ইন্টারনেটের দুনিয়া থেকে দূরে সরিয়ে এবার পড়ুয়াদের প্রকৃতির কোলে নিয়ে যাওয়ার উদ্যোগ বন দফতরের। শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিতি ঘটানো এবং পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে শিলিগুড়ি মহকুমার বিন্নাগুড়ি বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ প্রকৃতি পাঠের ক্যাম্প।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]](https://images.news18.com/static-bengali/uploads/2025/09/HYP_5421269_fb_img_1756719240381_watermark_01092025_150407_2.jpg?impolicy=website&width=827&height=620)