প্রকৃতির কোলে পশুপাখিদের সঙ্গ মাতিয়ে তুলল ওদের

Last Updated:
টিপুখোলা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত এই ক্যাম্পে অংশ নেয় একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বন দফতরের আধিকারিকরা শিশুদের নিয়ে ঘুরে দেখান বনাঞ্চল, পশুপাখি ও গাছপালা। বিশেষভাবে ব্যাখ্যা করা হয় বন্যপ্রাণ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং প্রকৃতি রক্ষার গুরুত্ব
1/5
মোবাইল ও ইন্টারনেটের দুনিয়া থেকে দূরে সরিয়ে এবার পড়ুয়াদের প্রকৃতির কোলে নিয়ে যাওয়ার উদ্যোগ বন দফতরের। শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিতি ঘটানো এবং পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে শিলিগুড়ি মহকুমার বিন্নাগুড়ি বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ প্রকৃতি পাঠের ক্যাম্প।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]
advertisement
2/5
টিপুখোলা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত এই ক্যাম্পে অংশ নেয় একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বন দফতরের আধিকারিকরা শিশুদের নিয়ে ঘুরে দেখান বনাঞ্চল, পশুপাখি ও গাছপালা। বিশেষভাবে ব্যাখ্যা করা হয় বন্যপ্রাণ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং প্রকৃতি রক্ষার গুরুত্ব।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]
advertisement
3/5
এই প্রকৃতি পাঠের মাধ্যমে শিশুদের বন দফতরের কাজের পরিধি, পশুপাখির স্বভাব-আচরণ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার উপায় সম্বন্ধে সাম্যক ধারণা দেওয়া হয়। শুধু তাই নয়, হাতে-কলমে অভিজ্ঞতার মাধ্যমে পড়ুয়ারা শিখে নেয় কীভাবে প্রকৃতিকে কাছ থেকে বুঝতে হয় এবং তার যত্ন নিতে হয়।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]
advertisement
4/5
আয়োজকদের দাবি, এই ধরনের ক্যাম্প শিশুদের মানসিক বিকাশে যেমন সহায়ক হয়, তেমনই পরিবেশ সম্পর্কে তাদের সচেতন করে তোলে। এই অনুষ্ঠানে বিশেষ করে ট্রেকিং কার্যক্রমে অংশ নিতে পেরে দারুণ উচ্ছ্বাসিত ছিল পড়ুয়ারা।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]
advertisement
5/5
প্রকৃতিপ্রেমী এবং পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে এরকম উদ্যোগ আরও বেশি করে গ্রহণ করা প্রয়োজন বলে মত বন দফতরের আধিকারিকদের। তাঁদের বিশ্বাস, ছোটদের থেকেই পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতি রক্ষায় আরও বেশি সচেতন হবে।[ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য]
advertisement
advertisement
advertisement