WB Lockdown: করোনা বিধি ভেঙে চুরমার! রবিবাসরীয় বাজারে থিকথিকে ভিড়, বাড়ছে আতঙ্ক...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
প্রতিদিন পুর এলাকাতেই আক্রান্ত হচ্ছে ৩৫০-৪০০ জন। সঙ্গে বাড়ছে মৃত্যু। তাতে কী এসে যায়? রবিবাসরীয় বাজার বলে কথা! থিক-থিকে ভিড় শিলিগুড়ির ক্ষুদিরামপল্লি সবজি বাজারে।
advertisement
*বাজারে আসা অনেকেরই মুখ ঢাকেননি মাস্কে। কারও মাস্ক গলায়। চলছে বাজার। ব্যবসায়ী সমিতি অনবরত মাইকিংও করছে, "মাস্ক পড়ে না এলে কেনাকাটা করা যাবে না। ব্যবসায়ীরা নিয়ম ভাঙলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।" কিন্তু সব অনুরোধই বৃথা। যেন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেওয়া! ওসব বিধি মানার বালাই নেই।
advertisement
*শুধুই কি সবজি বাজার? একই ছবি মাছ, মাংসের দোকান থেকে মুরগি হাটি থেকে মুড়ি হাটেও। অথচ মুখে ক্রেতারা বলছেন আতঙ্কের কথা। বেশ কয়েকজন ক্রেতা বলেন, "প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভয়াবহতা বাড়াচ্ছে করোনা। কিন্তু বাজারে কিছুই মানা হচ্ছে না। আমি তো সপ্তাহে এই একটা দিনই বাজারে আসি!" আর এক ক্রেতা বললেন, "সকাল ৭টা থেকে ১০টা সময়টা বড্ড কম! তাই এই ভিড়। ঝুঁকি নিয়েই বাজার করতে হচ্ছে। সময়টা বাড়ালে ভিড় অনেকটাই হালকা হত।"
advertisement
advertisement
*শুধুই কি ক্ষুদিরামপল্লি বাজার? শিলিগুড়ির টাউন স্টেশন, টিকিয়াপাড়া বাজার থেকে সুভাষপল্লি, গেটবাজার, চম্পাসারি বাজার সর্বত্রই আজ ছবিটা ছিল ভিড়ে ঠাসা। যেন করোনা উধাও শহর থেকে! এক চিকিৎসক বলছিলেন, বাজারে ভুড়ের লাগাম না টানলে করোনার গ্রাফ নামানো সম্ভব নয়। আর তাই লকডাউনের আজ ৮দিনের মাথাতেও আক্রান্তের গ্রাফ হেরফের হয়নি শহর শিলিগুড়িতে। এরপর আর কবে হুঁশ ফিরবে শহরবাসীর?