Ashok Bhattacharya: অশোক ভট্টাচার্যের সম্পত্তিতেও কি বাম 'আদর্শের' ছাপ? প্রাক্তন মন্ত্রীর 'মালিকানা' দেখুন...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
শিলিগুড়ি কেন্দ্রের জন্য সংযুক্ত মোর্চার প্রার্থী তিনিই। ভোটের আগে নিয়ম মেনেই হলফনামা পেশ করেছেন অশোক ভট্টাচার্য। আর সেখান থেকেই খোঁজ মিলেছে তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ।
দীর্ঘদিনের বাম নেতা। বাম জমানায় রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। শিলিগুড়ির বিদায়ী বিধায়ক ও শিলিগুড়ি পুরসভায় বিদায়ী চেয়ারম্যান। অশোক ভট্টাচার্য বাংলার প্রথম সারির এক রাজনৈতিক মুখ। এবারও তাই শিলিগুড়ি কেন্দ্রের জন্য সংযুক্ত মোর্চার প্রার্থী তিনিই। ভোটের আগে নিয়ম মেনেই হলফনামা পেশ করেছেন অশোক ভট্টাচার্য। আর সেখান থেকেই খোঁজ মিলেছে তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ।
advertisement
হলফনামা অনুযায়ী, ২০১৯-'২০ আর্থিক বর্ষে প্রবীণ বাম নেতার আয় ছিল ৩ লক্ষ ৬২ হাজার ৪০ টাকা। আর ওই একই সময়ে তাঁর স্ত্রীর উপার্জন ছিল ৩ লক্ষ ৭৫ হাজার ৬১৫ টাকা। বাম 'আদর্শের' ছাপ যেন রয়েছে অশোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। বেশ কয়েকটি অ্যাকাউন্ট মিলে অশোকের রয়েছে ১২ লক্ষ ৩৫ হাজার ৯৪ টাকা এবং ২ লক্ষ ৪২ হাজার ৭৩০ টাকা। আর স্ত্রী'র সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১৮ হাজার ৫৪০ টাকা।
advertisement
তবে, হলফনামা জমা দেওয়ার আগে বাম নেতার হাতে নগদ বিশেষ ছিল না। সেই সময় অশোক ভট্টাচার্যের কাছে ছিল ৩ হাজার ৮০০ টাকা। আর স্ত্রী'র কাছে ছিল ৭ হাজার ২০০ টাকা। তবে, বিভিন্ন অ্যাকাউন্টে অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্যের নামে গচ্ছিত রয়েছে ৬ লক্ষ ১২ হাজার ১৭৫ টাকা, ২ লক্ষ ১৯ হাজার ৫৬৯ টাকা, ৮৪ হাজার ৬৩১ টাকা এবং ১৮ হাজার ৫৪০ টাকা। এছাড়াও স্বামী-স্ত্রী'র নামে মোট প্রায় ৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে।
advertisement
advertisement