Siliguri News: বেলাশেষে বেলাশুরু! নিঃসঙ্গতা কাটাতে শিলিগুড়ির ৭০ বছরের বৃদ্ধ বিয়ে করলেন ৬০ বছরের বৃদ্ধাকে

Last Updated:
Siliguri News: ৭০ বছরের খগেন সিংহ বিয়ে করলেন গ্রামের এক ৬০ বছরের বিধবা বৃদ্ধাকে।
1/5
ফাঁসিদেওয়া, ঋত্বিক ভট্টাচার্য : প্রেমে বাধা নেই বয়সের। এ কথা আবারও প্রমাণ করলেন ফাসিদেওয়া ব্লকের জালাস এলাকার দুই প্রবীণ। জীবনের শেষ অধ্যায়ে এসে একে অপরের সঙ্গেই খুঁজে পেলেন ভালোবাসার রঙ। ৭০ বছরের খগেন সিংহ বিয়ে করলেন গ্রামের এক ৬০ বছরের বিধবা বৃদ্ধাকে।
ফাঁসিদেওয়া, ঋত্বিক ভট্টাচার্য : প্রেমে বাধা নেই বয়সের। এ কথা আবারও প্রমাণ করলেন ফাসিদেওয়া ব্লকের জালাস এলাকার দুই প্রবীণ। জীবনের শেষ অধ্যায়ে এসে একে অপরের সঙ্গেই খুঁজে পেলেন ভালোবাসার রঙ। ৭০ বছরের খগেন সিংহ বিয়ে করলেন গ্রামের এক ৬০ বছরের বিধবা বৃদ্ধাকে।
advertisement
2/5
খগেন সিংহের বহু আগেই স্ত্রী প্রয়াত হয়েছেন। অন্যদিকে, ওই বৃদ্ধার স্বামীও নেই। জীবনের একাকীত্ব কাটাতে, শেষ বয়সে একে অপরের সহায় হয়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। শুধু নিঃসঙ্গতা নয়, দীর্ঘদিন ধরে জমে ওঠা সম্পর্কই শেষ পর্যন্ত মিলিয়ে দিল দু’জনকে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
খগেন সিংহের বহু আগেই স্ত্রী প্রয়াত হয়েছেন। অন্যদিকে, ওই বৃদ্ধার স্বামীও নেই। জীবনের একাকীত্ব কাটাতে, শেষ বয়সে একে অপরের সহায় হয়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। শুধু নিঃসঙ্গতা নয়, দীর্ঘদিন ধরে জমে ওঠা সম্পর্কই শেষ পর্যন্ত মিলিয়ে দিল দু’জনকে।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
গ্রামবাসীরা জানান, বহুদিন ধরেই প্রেম চলছিল তাঁদের মধ্যে। অবশেষে গ্রামের দশ-পঞ্চায়ের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। মালা বদল, সিঁদুর দান—সবকিছুর মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন খগেনবাবু ও তাঁর নববধূ। উপস্থিত মানুষজনও এই বিয়ে ঘিরে আনন্দে ফেটে পড়েন। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
গ্রামবাসীরা জানান, বহুদিন ধরেই প্রেম চলছিল তাঁদের মধ্যে। অবশেষে গ্রামের দশ-পঞ্চায়ের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। মালা বদল, সিঁদুর দান—সবকিছুর মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন খগেনবাবু ও তাঁর নববধূ। উপস্থিত মানুষজনও এই বিয়ে ঘিরে আনন্দে ফেটে পড়েন।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
গ্রামের মানুষ বলছেন, “ভালোবাসার কোনও বয়স হয় না। খগেনদা আর দিদির বিয়ে দেখে মনে হচ্ছে জীবনসায়াহ্নেও নতুন করে শুরু করা যায়।” কেউ কেউ এ-ও বলছেন, এ যেন বাস্তবে ‘বেলাশেষে’র কাহিনি—শেষ বয়সেও সম্পর্কের নতুন বাঁধন, নতুন পথচলা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
গ্রামের মানুষ বলছেন, “ভালোবাসার কোনও বয়স হয় না। খগেনদা আর দিদির বিয়ে দেখে মনে হচ্ছে জীবনসায়াহ্নেও নতুন করে শুরু করা যায়।” কেউ কেউ এ-ও বলছেন, এ যেন বাস্তবে ‘বেলাশেষে’র কাহিনি—শেষ বয়সেও সম্পর্কের নতুন বাঁধন, নতুন পথচলা।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
খগেন সিংহ আর তাঁর নববধূর এই বিয়ে প্রমাণ করল, ভালোবাসা চিরকাল অমলিন। জীবনের শেষ প্রান্তেও তা নতুন আশার আলো জ্বালাতে পারে। আর সেই আলোয় আলোকিত হলো ফাসিদেওয়ার জালাস গ্রাম—যেখানে প্রবীণ দুই মানুষের বিয়েতে বাজল জীবনের নতুন সুর। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
খগেন সিংহ আর তাঁর নববধূর এই বিয়ে প্রমাণ করল, ভালোবাসা চিরকাল অমলিন। জীবনের শেষ প্রান্তেও তা নতুন আশার আলো জ্বালাতে পারে। আর সেই আলোয় আলোকিত হলো ফাসিদেওয়ার জালাস গ্রাম—যেখানে প্রবীণ দুই মানুষের বিয়েতে বাজল জীবনের নতুন সুর।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement