Siliguri: 'মেয়ে হল কেন?', শিশুকন্যা জন্মানোয় চটে বাবা, সুযোগ পেয়েই একরত্তিকে বালিশ চাপা দিয়ে খুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
হাড়হিম করা নৃশংসতা! সাড়ে ৩ মাসের শিশুকন্যাকে খুনের অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে! জানা যায়,বালিশ চাপা দিয়ে নিজের একরত্তি মেয়েকে খুন করেছে বাবা! ঘটনাটি শিলিগুড়ির ৪৩ নং ওয়ার্ডের প্রকাশ নগরের!
advertisement
advertisement
advertisement
advertisement
চলতি বছর জানুয়ারি মাসে একইরকম নৃশংস ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রের পুণের বারামতী শহরে। ন’বছরের পুত্রকে দেওয়ালে মাথা ঠুকে মারে বাবা। তার পর গলা টিপে খুন করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি ছেলের দেহ সৎকারের চেষ্টা করেছিল পরিবার। কিন্তু পুলিশ তার আগেই ঘটনাস্থলে পৌঁছয় এবং শিশুর দেহ উদ্ধার করে। পরে জানা যায়, শিশুটিকে খুন করা হয়েছে। তার বাবা, ঠাকুমা এবং কাকাকে গ্রেফতার করে পুলিশ।