Siliguri Durga Puja 2025: কোথাও ডিজনিল্যান্ড, তো আবার কোথাও পঞ্চভূত...! দুর্গাপুজোয় ডবল ধামাকা শিলিগুড়িতে, দেখে নিন কোথায় হচ্ছে কি থিম...

Last Updated:
Siliguri Durga Puja 2025: দু’মাস ১৫ দিন বাকি! তারপরই শিলিগুড়ির আকাশে কাশফুল, ঢাকের আওয়াজ আর আলোয় রঙিন হয়ে উঠবে শহরের প্রতিটি অলিগলি।
1/8
দু’মাস ১৫ দিন, তারপরই শিলিগুড়ির আকাশে ঢাকের বাদ্যি, কাশফুলের শোভা আর আলোকসজ্জার ছোঁয়া। তবে শুধু আলোর নয়, থিমের পুজোতেও শিলিগুড়ি সারা রাজ্যে এখন নাম কামিয়েছে। যেখানে কলকাতার থিম পুজোর জৌলুসের গল্প শোনা যায়, সেখানেই উত্তরের এই শহর একে একে নিজেদের ছাপ ফেলছে নতুন নতুন থিম আর আয়োজন দিয়ে। এখনই শহরের অলিগলিতে খুঁটি পুজো প্রায় শেষ। কাঠামো তৈরি, থিমের ছক এঁকে ফেলেছেন পুজো কমিটির কর্তারাও।
দু’মাস ১৫ দিন, তারপরই শিলিগুড়ির আকাশে ঢাকের বাদ্যি, কাশফুলের শোভা আর আলোকসজ্জার ছোঁয়া। তবে শুধু আলোর নয়, থিমের পুজোতেও শিলিগুড়ি সারা রাজ্যে এখন নাম কামিয়েছে। যেখানে কলকাতার থিম পুজোর জৌলুসের গল্প শোনা যায়, সেখানেই উত্তরের এই শহর একে একে নিজেদের ছাপ ফেলছে নতুন নতুন থিম আর আয়োজন দিয়ে।এখনই শহরের অলিগলিতে খুঁটি পুজো প্রায় শেষ। কাঠামো তৈরি, থিমের ছক এঁকে ফেলেছেন পুজো কমিটির কর্তারাও।
advertisement
2/8
সেন্ট্রাল কলোনি — যেখানে গত বছর দর্শক মাতিয়েছিল ‘যক্ষপুরি’, এবার থিম ‘মাটির টানে’। শিলিগুড়ির মাটি, মানুষের গল্প এবার ফুটে উঠবে প্যান্ডেলে, প্রতিমায়।
সেন্ট্রাল কলোনি — যেখানে গত বছর দর্শক মাতিয়েছিল ‘যক্ষপুরি’, এবার থিম ‘মাটির টানে’। শিলিগুড়ির মাটি, মানুষের গল্প এবার ফুটে উঠবে প্যান্ডেলে, প্রতিমায়।
advertisement
3/8
দাদাভাই স্পোর্টিং ক্লাব — যেখানে পাথরের গায়ে প্রাণ ফুটেছিল, এবার তারা ফিরছে ‘পঞ্চ ভূত’-এর গল্প নিয়ে। পঞ্চভূত — পৃথিবী, জল, বায়ু, অগ্নি আর আকাশ — এই পঞ্চতত্ত্বই এবার তাদের শিল্পভাষা।
দাদাভাই স্পোর্টিং ক্লাব — যেখানে পাথরের গায়ে প্রাণ ফুটেছিল, এবার তারা ফিরছে ‘পঞ্চ ভূত’-এর গল্প নিয়ে। পঞ্চভূত — পৃথিবী, জল, বায়ু, অগ্নি আর আকাশ — এই পঞ্চতত্ত্বই এবার তাদের শিল্পভাষা।
advertisement
4/8
সুব্রত সংঘ — ৬৮ বছরে পা দিচ্ছে, থিম ‘প্রকৃতি’। চারপাশে গাছপালা, প্রাণী, সবুজ — শহরের কংক্রিটে হারিয়ে যাওয়া প্রকৃতি ফিরিয়ে আনবে এই মণ্ডপে।
সুব্রত সংঘ — ৬৮ বছরে পা দিচ্ছে, থিম ‘প্রকৃতি’। চারপাশে গাছপালা, প্রাণী, সবুজ — শহরের কংক্রিটে হারিয়ে যাওয়া প্রকৃতি ফিরিয়ে আনবে এই মণ্ডপে।
advertisement
5/8
জাতীয় শক্তি সংঘ — নামের মধ্যেই শক্তি আর শান্তির গল্প। গত বছর ‘বরিষ ধারা মাঝে শান্তির বাড়ি’, আর এবার ‘চন্দ্রোদয় মন্দির’ — শুনলেই মনে হয় রাতের আকাশ, জ্যোৎস্না আর পূজো-প্যান্ডেলের আলো মিশে যাবে একাকার।
জাতীয় শক্তি সংঘ — নামের মধ্যেই শক্তি আর শান্তির গল্প। গত বছর ‘বরিষ ধারা মাঝে শান্তির বাড়ি’, আর এবার ‘চন্দ্রোদয় মন্দির’ — শুনলেই মনে হয় রাতের আকাশ, জ্যোৎস্না আর পুজো-প্যান্ডেলের আলো মিশে যাবে একাকার।
advertisement
6/8
সংঘশ্রী ক্লাব — ৫৯ বছরে তাদের থিম ‘দিগন্তের সুর’। বদ্ধ ঘর থেকে বেরিয়ে মানুষ যে বিস্তীর্ণ দিগন্তে ভেসে যেতে চায়, সেই স্বপ্নই হবে তাদের গল্প।
সংঘশ্রী ক্লাব — ৫৯ বছরে তাদের থিম ‘দিগন্তের সুর’। বদ্ধ ঘর থেকে বেরিয়ে মানুষ যে বিস্তীর্ণ দিগন্তে ভেসে যেতে চায়, সেই স্বপ্নই হবে তাদের গল্প।
advertisement
7/8
আর শেষ কথা! উজ্জ্বল সংঘ — ৭২ বছরের ইতিহাস, এবারে দর্শনার্থীদের নিয়ে যাবে ‘ডিজনিল্যান্ড’-এ! বাচ্চা থেকে বড়, কার না ভালো লাগে রঙিন রূপকথা? পূজোর মণ্ডপ এবার যেন এক টুকরো ফ্যান্টাসি ওয়ার্ল্ড।
আর শেষ কথা! উজ্জ্বল সংঘ — ৭২ বছরের ইতিহাস, এবারে দর্শনার্থীদের নিয়ে যাবে ‘ডিজনিল্যান্ড’-এ! বাচ্চা থেকে বড়, কার না ভাল লাগে রঙিন রূপকথা? পুজোর মণ্ডপ এবার যেন এক টুকরো ফ্যান্টাসি ওয়ার্ল্ড।
advertisement
8/8
শহরের আনাচে কানাচে শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাঠামো বাঁধা, লোহার কাঠামোয় ঝালাই। শিল্পীরা দিন-রাত এক করে মাটির গায়ে প্রাণ দিচ্ছেন। সবাই একটাই স্বপ্ন দেখছেন — চারদিনে লাখো মানুষের ভিড়, ক্লাবের নাম থাকবে মানুষের মুখে মুখে, আর সেই সাথে থাকবে থিমের গল্প! শেষ কথা — আর দু’মাস ১৫ দিন, তারপরই শিলিগুড়ি হয়ে উঠবে থিমের শহর… মা আসছেন!
শহরের আনাচে কানাচে শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাঠামো বাঁধা, লোহার কাঠামোয় ঝালাই। শিল্পীরা দিন-রাত এক করে মাটির গায়ে প্রাণ দিচ্ছেন। সবাই একটাই স্বপ্ন দেখছেন — চারদিনে লাখো মানুষের ভিড়, ক্লাবের নাম থাকবে মানুষের মুখে মুখে, আর সেই সাথে থাকবে থিমের গল্প! শেষ কথা — আর দু’মাস ১৫ দিন, তারপরই শিলিগুড়ি হয়ে উঠবে থিমের শহর… মা আসছেন!
advertisement
advertisement
advertisement