Siliguri Durga Puja 2025: কোথাও ডিজনিল্যান্ড, তো আবার কোথাও পঞ্চভূত...! দুর্গাপুজোয় ডবল ধামাকা শিলিগুড়িতে, দেখে নিন কোথায় হচ্ছে কি থিম...
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri Durga Puja 2025: দু’মাস ১৫ দিন বাকি! তারপরই শিলিগুড়ির আকাশে কাশফুল, ঢাকের আওয়াজ আর আলোয় রঙিন হয়ে উঠবে শহরের প্রতিটি অলিগলি।
দু’মাস ১৫ দিন, তারপরই শিলিগুড়ির আকাশে ঢাকের বাদ্যি, কাশফুলের শোভা আর আলোকসজ্জার ছোঁয়া। তবে শুধু আলোর নয়, থিমের পুজোতেও শিলিগুড়ি সারা রাজ্যে এখন নাম কামিয়েছে। যেখানে কলকাতার থিম পুজোর জৌলুসের গল্প শোনা যায়, সেখানেই উত্তরের এই শহর একে একে নিজেদের ছাপ ফেলছে নতুন নতুন থিম আর আয়োজন দিয়ে।এখনই শহরের অলিগলিতে খুঁটি পুজো প্রায় শেষ। কাঠামো তৈরি, থিমের ছক এঁকে ফেলেছেন পুজো কমিটির কর্তারাও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শহরের আনাচে কানাচে শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাঠামো বাঁধা, লোহার কাঠামোয় ঝালাই। শিল্পীরা দিন-রাত এক করে মাটির গায়ে প্রাণ দিচ্ছেন। সবাই একটাই স্বপ্ন দেখছেন — চারদিনে লাখো মানুষের ভিড়, ক্লাবের নাম থাকবে মানুষের মুখে মুখে, আর সেই সাথে থাকবে থিমের গল্প! শেষ কথা — আর দু’মাস ১৫ দিন, তারপরই শিলিগুড়ি হয়ে উঠবে থিমের শহর… মা আসছেন!