*শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, ৩১ ডিসেম্বর রাত পর্যন্ত শহরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে। সিনিয়র অফিসারেরাও রাস্তায় নামছে। শহর লাগোয়া বিভিন্ন জেলার পুলিশ কর্তাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। দূর্ঘটনা এড়াতেও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবে কর্তব্যরত পুলিশ কর্মীরা।