Siliguri News: এক হাতে বন্দুক, অন্য হাতে ব‌ই! দেশরক্ষার পাশাপাশি সমাজের ভবিষ্যৎ গড়ছেন শিলিগুড়ির শক্তি, অসহায় শিশুদের কাছে পৌঁছে দিচ্ছেন শিক্ষার আলো

Last Updated:
Siliguri News: দেশরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের ভবিষ্যৎ গড়ে তোলার এই তাগিদই শক্তি পালকে অন্যদের থেকে আলাদা করে দেয়। সীমান্ত পাহারা দেওয়া ও শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলা, এটাই তাঁর জীবনের দ্বৈত মিশন। এই জওয়ান কী কী করছেন জানলে স্যালুট করবেন।
1/8
দেশের সীমান্ত রক্ষার কঠিন দায়িত্ব পালন করাই যেখানে অধিকাংশ সৈনিকের একমাত্র লক্ষ্য, সেখানে আসাম রাইফেলসের রাইফেলম্যান শক্তি পাল বেছে নিয়েছেন আরও এক ভিন্ন পথ। ইউনিফর্ম পরে সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি একদল সুবিধাবঞ্চিত শিশুর জন্য তিনি দারিদ্র্য, অশিক্ষা ও বঞ্চনার বিরুদ্ধেও লড়ছেন। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
দেশের সীমান্ত রক্ষার কঠিন দায়িত্ব পালন করাই যেখানে অধিকাংশ সৈনিকের একমাত্র লক্ষ্য, সেখানে আসাম রাইফেলসের রাইফেলম্যান শক্তি পাল বেছে নিয়েছেন আরও এক ভিন্ন পথ। ইউনিফর্ম পরে সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি একদল সুবিধাবঞ্চিত শিশুর জন্য তিনি দারিদ্র্য, অশিক্ষা ও বঞ্চনার বিরুদ্ধেও লড়ছেন। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/8
১৯৯১ সালে শিলিগুড়িতে জন্ম শক্তির। খুব ছোটবেলাতেই বাবাকে হারান। সংসার চালাতে মা কেরোসিন ও ডিম বিক্রি করতেন। অভাবের মধ্যেই দিন কাটত। পড়াশোনার একমাত্র আলো ছিল মাটির ঘরের কেরোসিন ল্যাম্প। সেখানেই তিনি নিজের স্বপ্ন গড়ে তুলেছিলেন, একদিন পরিবারকে দারিদ্র্যের অন্ধকার থেকে তুলে আনবেন। দীর্ঘ সংগ্রামের পর ২০০৯ সালে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়ে সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ পেরোন তিনি।
১৯৯১ সালে শিলিগুড়িতে জন্ম শক্তির। খুব ছোটবেলাতেই বাবাকে হারান। সংসার চালাতে মা কেরোসিন ও ডিম বিক্রি করতেন। অভাবের মধ্যেই দিন কাটত। পড়াশোনার একমাত্র আলো ছিল মাটির ঘরের কেরোসিন ল্যাম্প। সেখানেই তিনি নিজের স্বপ্ন গড়ে তুলেছিলেন, একদিন পরিবারকে দারিদ্র্যের অন্ধকার থেকে তুলে আনবেন। দীর্ঘ সংগ্রামের পর ২০০৯ সালে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়ে সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ পেরোন তিনি।
advertisement
3/8
সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর শক্তি একের পর এক কঠিন পোস্টিংয়ে নিজেকে প্রমাণ করেছেন। মায়ানমার সীমান্তে দীর্ঘ তিন বছরের দায়িত্ব, অসম ও মণিপুরের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া, সবটাই তিনি দৃঢ়তার সঙ্গে সামলেছেন। এমনকি ২০২২ সালে দিল্লির প্রজাতন্ত্র দিবস প্যারেডে বাহিনীর নেতৃত্ব দেওয়ার সম্মানও পান তিনি।
সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর শক্তি একের পর এক কঠিন পোস্টিংয়ে নিজেকে প্রমাণ করেছেন। মায়ানমার সীমান্তে দীর্ঘ তিন বছরের দায়িত্ব, অসম ও মণিপুরের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া, সবটাই তিনি দৃঢ়তার সঙ্গে সামলেছেন। এমনকি ২০২২ সালে দিল্লির প্রজাতন্ত্র দিবস প্যারেডে বাহিনীর নেতৃত্ব দেওয়ার সম্মানও পান তিনি।
advertisement
4/8
নিজের শৈশবের কষ্ট তাঁকে ভিতর থেকে বদলে দিয়েছিল। শক্তি বুঝেছিলেন, অশিক্ষা দারিদ্র্যের সবচেয়ে বড় কারণ। তাই নিজের উদ্যোগে শিলিগুড়ির কাওয়াখালিতে তিনি তৈরি করেন ‘বিদ্যাছায়া পাঠশালা’। গত দশ বছর ধরে এখানে ৮০ জন সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে পড়াশোনা করছে। তাঁদের কাছে শক্তি শুধু একজন শিক্ষক নন, একজন অভিভাবকের মতো।
নিজের শৈশবের কষ্ট তাঁকে ভিতর থেকে বদলে দিয়েছিল। শক্তি বুঝেছিলেন, অশিক্ষা দারিদ্র্যের সবচেয়ে বড় কারণ। তাই নিজের উদ্যোগে শিলিগুড়ির কাওয়াখালিতে তিনি তৈরি করেন ‘বিদ্যাছায়া পাঠশালা’। গত দশ বছর ধরে এখানে ৮০ জন সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে পড়াশোনা করছে। তাঁদের কাছে শক্তি শুধু একজন শিক্ষক নন, একজন অভিভাবকের মতো।
advertisement
5/8
মানবিকতার কাজ শুধু শিলিগুড়িতে আটকে রাখেননি শক্তি। কলকাতার দমদম ক্যান্টনমেন্টের পরিত্যক্ত রেল কোয়ার্টার এলাকার বস্তির শিশুদের জন্যেও তিনি নিয়মিত ফ্রি ক্লাস চালান। এতে পাশে আছে স্থানীয় এনজিও ‘আশার আলো’। পাশাপাশি নিজ উদ্যোগে উত্তরবঙ্গের চা বাগান এলাকায় দরিদ্র পরিবারগুলিকে পোশাক, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তিনি।
মানবিকতার কাজ শুধু শিলিগুড়িতে আটকে রাখেননি শক্তি। কলকাতার দমদম ক্যান্টনমেন্টের পরিত্যক্ত রেল কোয়ার্টার এলাকার বস্তির শিশুদের জন্যেও তিনি নিয়মিত ফ্রি ক্লাস চালান। এতে পাশে আছে স্থানীয় এনজিও ‘আশার আলো’। পাশাপাশি নিজ উদ্যোগে উত্তরবঙ্গের চা বাগান এলাকায় দরিদ্র পরিবারগুলিকে পোশাক, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তিনি।
advertisement
6/8
শক্তি পালের বিশ্বাস, একটি দেশকে রক্ষা করতে যেমন অস্ত্রের প্রয়োজন, তেমনই লাগে শিক্ষার আলো। তাঁর কথায়, “কিছু না থাকাটা কী আমি জানি। যদি আমার কারণে একটাও শিশু পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাহলে আমার ইউনিফর্মকে সম্মান জানানো হয়।”
শক্তি পালের বিশ্বাস, একটি দেশকে রক্ষা করতে যেমন অস্ত্রের প্রয়োজন, তেমনই লাগে শিক্ষার আলো। তাঁর কথায়, “কিছু না থাকাটা কী আমি জানি। যদি আমার কারণে একটাও শিশু পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাহলে আমার ইউনিফর্মকে সম্মান জানানো হয়।”
advertisement
7/8
দেশরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের ভবিষ্যৎ গড়ে তোলার এই তাগিদই শক্তি পালকে অন্যদের থেকে আলাদা করে দেয়। সীমান্ত পাহারা দেওয়া ও শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলা, এটাই তাঁর জীবনের দ্বৈত মিশন।
দেশরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের ভবিষ্যৎ গড়ে তোলার এই তাগিদই শক্তি পালকে অন্যদের থেকে আলাদা করে দেয়। সীমান্ত পাহারা দেওয়া ও শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলা, এটাই তাঁর জীবনের দ্বৈত মিশন।
advertisement
8/8
শক্তি পালের এই যাত্রা প্রমাণ করে, সত্যিকারের সৈনিক কেবল দেশের সীমানা রক্ষা করেন না, সমাজের দুর্বল মানুষগুলিকেও নিজের মানবিকতার শক্তিতে নিরাপত্তা দেন। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
শক্তি পালের এই যাত্রা প্রমাণ করে, সত্যিকারের সৈনিক কেবল দেশের সীমানা রক্ষা করেন না, সমাজের দুর্বল মানুষগুলিকেও নিজের মানবিকতার শক্তিতে নিরাপত্তা দেন। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement