Sikkim Rain Landslide Update: টানা বৃষ্টিতে ফের ধস, বাড়ছে তিস্তার জল-ভাসছে দেহ! সিকিমের ভয়াবহ পরিস্থিতি

Last Updated:
Sikkim Rain Landslide Update: টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। ধস নেমেছে সিকিমের একাধিক এলাকায়। দার্জিলিং-কালিম্পং রোডের উপর দিয়ে বইছে তিস্তা।
1/5
ফের বিপর্যয় নেমে এল সিকিমে। এক নাগারে বৃষ্টির জেরে সেখানে ধস নেমে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি।
ফের বিপর্যয় নেমে এল সিকিমে। এক নাগারে বৃষ্টির জেরে সেখানে ধস নেমে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি।
advertisement
2/5
গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে সিকিমের পাহাড়ে। ফুঁসছে তিস্তার নদী। প্রবল বেগে জল বইছে। ভাঙছে পাড়ও। প্রতি মুহূর্তের জলস্তর বেড়ে চলেছে। জলের তোড়ে রাস্তা ভাঙতে শুরু করেছে।
গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে সিকিমের পাহাড়ে। ফুঁসছে তিস্তার নদী। প্রবল বেগে জল বইছে। ভাঙছে পাড়ও। প্রতি মুহূর্তের জলস্তর বেড়ে চলেছে। জলের তোড়ে রাস্তা ভাঙতে শুরু করেছে।
advertisement
3/5
টানা বৃষ্টিতে চরম বিপর্যয়ে সিকিম। ধস নেমেছে বহু এলাকায়। মাঝিটারের উল্টোদিকে মামরিং হয়ে ঝুলুংয়ে এবং সমরদুংয়ের সংযোগকারী রাস্তাটি সম্প্রতি ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
টানা বৃষ্টিতে চরম বিপর্যয়ে সিকিম। ধস নেমেছে বহু এলাকায়। মাঝিটারের উল্টোদিকে মামরিং হয়ে ঝুলুংয়ে এবং সমরদুংয়ের সংযোগকারী রাস্তাটি সম্প্রতি ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement
4/5
জলের তোড়ে সিকিমের দিক থেকে মৃতদেহ ভেসে আসা খবর মিলেছে। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। যান চলাচল বন্ধ করা হয়েছে ওই রাস্তায়।
জলের তোড়ে সিকিমের দিক থেকে মৃতদেহ ভেসে আসা খবর মিলেছে। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। যান চলাচল বন্ধ করা হয়েছে ওই রাস্তায়।
advertisement
5/5
উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সিকিমের অন্যতম পর্যটনকেন্দ্র মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সিকিমের অন্যতম পর্যটনকেন্দ্র মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
advertisement
advertisement