ছন্দে ফিরছে উত্তর সিকিম, ৬৩ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা, চালু হল সাংকালান, ফিডং, চুংথাংয়ের রাস্তা
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Sikkim: শুক্রবার ইতিমধ্যেই চালু করা হয়েছে সাংকালান, ফিডং ও চুংথাংয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। তবে আপাতত শুধু ছোটো গাড়ি চলাচলের অনুমতি মিলেছে। বড় গাড়ি বা পর্যটনবাসের জন্য এখনও ঝুঁকি রয়ে গিয়েছে। তবুও রাস্তা খোলার খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের।
সিকিমে ধসের ছন্দ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ফের শুরু পর্যটক উদ্ধারের অভিযান। উত্তর সিকিমের ধস পরিস্থিতির পরে আবারও ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রশাসন।আবহাওয়া কিছুটা অনুকূল হতেই শুক্রবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে উদ্ধার কাজ, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতি ও বিচ্ছিন্ন অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ।
advertisement
advertisement
advertisement
advertisement