Second Chandana Bauri: দ্বিতীয় চন্দনা বাউড়ি! জনপ্রতিনিধি হয়েও কোদাল হাতে, মাথায় মাটি ভর্তি ঝুড়ি নিয়ে নিজেই রাস্তা সারাই করছেন ইনি

Last Updated:
রাস্তা সারাইয়ে নেমে পড়লেন খোদ পঞ্চায়েত প্রধান
1/6
হাতে কোদাল মাথায় ঝুড়ি তিনি আবার সেই এলাকার শাসক। কোদাল দিয়ে মাটি খুঁড়ে সংস্কার করছেন রাস্তা। কেন জানলে অবাক হবেন। বিশ্বাস না হলেও বাস্তব এই চিত্রটি মালদহের গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার।
হাতে কোদাল মাথায় ঝুড়ি তিনি আবার সেই এলাকার শাসক। কোদাল দিয়ে মাটি খুঁড়ে সংস্কার করছেন রাস্তা। কেন জানলে অবাক হবেন। বিশ্বাস না হলেও বাস্তব এই চিত্রটি মালদহের গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার।
advertisement
2/6
সরকারিভাবে কোন রকম সাহায্য না পেয়ে অবশেষে রাস্তার মধ্যে থাকা বড় বড় বিপদমুখী গর্ত কে নিজের হাতেই সংস্কার করছেন মালদহের গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নিজের হাতে মাটি কেটে ঝুড়ি ভর্তি মাটি নিয়ে ভরছেন গর্ত। যাতে সাধারণ মানুষের দুর্ঘটনার কবলে না পড়তে হয়।
সরকারিভাবে কোন রকম সাহায্য না পেয়ে অবশেষে রাস্তার মধ্যে থাকা বড় বড় বিপদমুখী গর্তকে নিজের হাতেই সংস্কার করছেন মালদহের গাজোল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নিজের হাতে মাটি কেটে ঝুড়ি ভর্তি মাটি নিয়ে ভরছেন গর্ত। যাতে সাধারণ মানুষের দুর্ঘটনার কবলে না পড়তে হয়।
advertisement
3/6
উল্লেখ্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ফতেপুর, মীরজাপুর, রানিপুর সহ বেশ কিছু গ্রামের বাসিন্দাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আট মাস থেকে রাস্তাটি বেহাল অবস্থায়। জল জীবন মিশন প্রকল্পের পাইপ লাইনের কাজ করার সময় খনন করা হয় রাস্তার ধারে। কিন্তু সেই কাজের পর বেহালা অবস্থায় ছেড়ে দেওয়া হয় গর্ত কে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
উল্লেখ্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ফতেপুর, মীরজাপুর, রানিপুর সহ বেশ কিছু গ্রামের বাসিন্দাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আট মাস থেকে রাস্তাটি বেহাল অবস্থায়। জল জীবন মিশন প্রকল্পের পাইপ লাইনের কাজ করার সময় খনন করা হয় রাস্তার ধারে। কিন্তু সেই কাজের পর বেহাল অবস্থায় ছেড়ে দেওয়া হয় গর্তকে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
advertisement
4/6
এই রাস্তা দিয়েই যাতায়াত করেন স্কুল, কলেজ পড়ুয়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় রাস্তার এই গর্ত বিপদমুখী আকার ধারণ করেছে। তাই বাধ্য হয়ে সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের সাথে নিয়ে পঞ্চায়েত প্রধান উর্মিলা রাজবংশী নিজেই কোদাল ঝুড়ি হাতে নিয়ে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েছেন।
এই রাস্তা দিয়েই যাতায়াত করেন স্কুল, কলেজ পড়ুয়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় রাস্তার এই গর্ত বিপদমুখী আকার ধারণ করেছে। তাই বাধ্য হয়ে সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত প্রধান উর্মিলা রাজবংশী নিজেই কোদাল ঝুড়ি হাতে নিয়ে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েছেন।
advertisement
5/6
এ বিষয়ে পঞ্চায়েত প্রধান উর্মিলা রাজবংশী জানান,
এ বিষয়ে পঞ্চায়েত প্রধান উর্মিলা রাজবংশী জানান, "এই বেহাল রাস্তার ফলে যাতায়াতের সময় পথ দুর্ঘটনার কবলে পড়ছেন গ্রামবাসীরা। পথ দুর্ঘটনায় পড়ে অনেকে আহত হচ্ছেন। এই রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার ব্লক প্রশাসনকে জানান হয়েছে। কোনরকম সদুত্তর না মেলায় বাধ্য হয়ে গ্রামবাসীদের নিয়ে নিজেই গর্ত সংস্কারের কাজে নেমেছি।"
advertisement
6/6
গাজোল ব্লক বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান,
গাজোল ব্লক বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, "বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। জেলাশাসকের নির্দেশ রয়েছে বৃষ্টির আগে সমস্ত রকম বেহাল রাস্তাগুলো সংস্কার করার। এই সমস্ত বেহাল রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি PHE দফতরের সঙ্গে আলোচনা রয়েছে সেখানে এই বিষয়টিও তুলে ধরা হবে।" প্রসঙ্গত, ঠিক একই একদিন রাস্তা সারাই করতে দেখা গিয়েছিল শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউড়িকে।
advertisement
advertisement
advertisement