Russle Viper: রাসেল ভাইপারের আতঙ্কে ছুটল ঘুম, ভয়ে কাঁপছে নদী তীরবর্তী এলাকার গ্রামবাসীরা

Last Updated:
Russle Viper: বিভিন্ন রকম পোকামাকড়ের পাশাপাশি বিষাক্ত সাপের উপদ্রব বেড়েছে নদীর তীরবর্তী এলাকায়। মূলত রাসেল ভাইপারের মত বিষাক্ত সাপের দেখা মিলছে এলাকায় বলে দাবি গ্রামবাসীদের। প্রতিবছরই নদী তীরবর্তী প্লাবিত এলাকায় রাসেল ভাইপার সাপের উপদ্রব দেখা মেলে।
1/7
জলস্তর বেড়েছে গঙ্গার যার ফলে প্লাবিত হচ্ছে মালদহের নদী তীরবর্তী এলাকা। আর এই প্লাবনের ফলে সাপ, পোকামাকড়ের উপদ্রব বাড়ছে প্লাবিত এলাকায়। যার ফলে আতঙ্কে ঘুম উড়েছে মালদহের নদী তীরবর্তী বাসিন্দাদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
জলস্তর বেড়েছে গঙ্গার যার ফলে প্লাবিত হচ্ছে মালদহের নদী তীরবর্তী এলাকা। আর এই প্লাবনের ফলে সাপ, পোকামাকড়ের উপদ্রব বাড়ছে প্লাবিত এলাকায়। যার ফলে আতঙ্কে ঘুম উড়েছে মালদহের নদী তীরবর্তী বাসিন্দাদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
বিভিন্ন রকম পোকামাকড়ের পাশাপাশি বিষাক্ত সাপের উপদ্রব বেড়েছে নদীর তীরবর্তী এলাকায়। মূলত রাসেল ভাইপারের মত বিষাক্ত সাপের দেখা মিলছে এলাকায় বলে দাবি গ্রামবাসীদের। প্রতিবছরই নদী তীরবর্তী প্লাবিত এলাকায় রাসেল ভাইপার সাপের উপদ্রব দেখা মেলে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বিভিন্ন রকম পোকামাকড়ের পাশাপাশি বিষাক্ত সাপের উপদ্রব বেড়েছে নদীর তীরবর্তী এলাকায়। মূলত রাসেল ভাইপারের মত বিষাক্ত সাপের দেখা মিলছে এলাকায় বলে দাবি গ্রামবাসীদের। প্রতিবছরই নদী তীরবর্তী প্লাবিত এলাকায় রাসেল ভাইপার সাপের উপদ্রব দেখা মেলে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/7
নদীর তীরবর্তী বাসিন্দাদের দাবি, গত কয়েক বছরে সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। মালদহের কালিয়াচকের রাজনগর, হামিদপুর অঞ্চলের গঙ্গা পাড়ের বাসিন্দারা জানান, এলাকায় নদীর ধারে ভুট্টা, ধান, কলাই, তুত চাষ হয়ে থাকে। আগে এই অঞ্চলে সাপের উপদ্রব ছিল না। কিন্তু গত কয়েক বছর থেকেই নদী তীরবর্তী এই জমিগুলোতে রাসেল ভাইপার নামক সাপের উপদ্রব বেড়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
নদীর তীরবর্তী বাসিন্দাদের দাবি, গত কয়েক বছরে সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। মালদহের কালিয়াচকের রাজনগর, হামিদপুর অঞ্চলের গঙ্গা পাড়ের বাসিন্দারা জানান, এলাকায় নদীর ধারে ভুট্টা, ধান, কলাই, তুত চাষ হয়ে থাকে। আগে এই অঞ্চলে সাপের উপদ্রব ছিল না। কিন্তু গত কয়েক বছর থেকেই নদী তীরবর্তী এই জমিগুলোতে রাসেল ভাইপার নামক সাপের উপদ্রব বেড়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/7
এক গ্রামবাসী ফাতেমা বিবি বলেন,
এক গ্রামবাসী ফাতেমা বিবি বলেন, 'খুব আতঙ্কে আছি। বাড়িতে ঘুমাতে ভয় লাগে। কিছুদিন আগে সাপের কামড়ে পরিবারের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। খুব বিষাক্ত সাপ ছিল। এখনও প্রতিদিন গ্রামে বহু বিষাক্ত সাপ দেখা মিলছে।' (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/7
বর্ষাকালে প্রায় প্রতিবছরই সাপের কামড়ে পাঁচ থেকে সাত জনের মৃত্যু হচ্ছে বলে জানান চাষিরা। মূলত মালদহ জেলায় অধিকাংশ চাষ জমি রয়েছে নদী তীরবর্তী এলাকা। সাপের আতঙ্কে সেই জমিতে ফসল তোলা থেকে চাষ করা কিছুই করতে পারছেন না তারা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বর্ষাকালে প্রায় প্রতিবছরই সাপের কামড়ে পাঁচ থেকে সাত জনের মৃত্যু হচ্ছে বলে জানান চাষিরা। মূলত মালদহ জেলায় অধিকাংশ চাষ জমি রয়েছে নদী তীরবর্তী এলাকা। সাপের আতঙ্কে সেই জমিতে ফসল তোলা থেকে চাষ করা কিছুই করতে পারছেন না তারা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/7
মালদহের কালিয়াচক, মোথাবাড়ি, মানিকচক, রতুয়া এলাকায় প্লাবনের ফলে বেহাল দশায় জনজীবন। এরই মধ্যে এবার বিষাক্ত সাপের আতঙ্কের ফলে সমস্যায় পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা।(ছবি ও তথ্য: জিএম মোমিন
মালদহের কালিয়াচক, মোথাবাড়ি, মানিকচক, রতুয়া এলাকায় প্লাবনের ফলে বেহাল দশায় জনজীবন। এরই মধ্যে এবার বিষাক্ত সাপের আতঙ্কের ফলে সমস্যায় পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা।(ছবি ও তথ্য: জিএম মোমিন
advertisement
7/7
যদিও এই বিষয়ে কালিয়াচকের সিলামপুর গ্রামীন হাসপাতালের চিকিৎসক জানান,
যদিও এই বিষয়ে কালিয়াচকের সিলামপুর গ্রামীন হাসপাতালের চিকিৎসক জানান, 'গঙ্গা নদীর জলস্তর বাড়ায় নদীর তীরবর্তী চাষ জমিতে বিষাক্ত সাপ এবং পোকামাকড়ের উপদ্রব রয়েছে। তাই জনসাধারণকে এই সময়টা একটু সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। যদি কোন মানুষকে বিষাক্ত সাপ কামড়ায় তাহলে সময় নষ্ট না করে খুব দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র কিংবা হাসপাতালে নিয়ে আসলে রোগীকে বাঁচানো সম্ভব হবে। তাই জনসাধারণকে বলব তারা যেন স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভরসা রেখে হাসপাতালে আসেন।'(ছবি ও তথ্য: জিএম মোমিন)‌
advertisement
advertisement
advertisement