North Bengal News: এত্ত বড়! ততক্ষণে শেষ খাঁচার গোটা মুরগি, বাড়ির লোক উঁকি মারতেই এ কী ভয়াবহ দৃশ্য!

Last Updated:
North Bengal News: উদ্ধারের পরই সাপটিকে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেওয়া। (তথ্য: রকি চৌধুরী)
1/5
৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য এলাকায় (North Bengal News)।  জানা গিয়েছে আজ  দুপুরে মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রামপঞ্চায়েত এলাকার মঙ্গলবাড়ি বস্তিতে এক ব্যক্তির বাড়ি থেকে একটি আট ফুটের অজগর সাপ উদ্ধার হয়।
৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য এলাকায় (North Bengal News)। জানা গিয়েছে আজ দুপুরে মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রামপঞ্চায়েত এলাকার মঙ্গলবাড়ি বস্তিতে এক ব্যক্তির বাড়ি থেকে একটি আট ফুটের অজগর সাপ উদ্ধার হয়।
advertisement
2/5
উদ্ধারের পরই সাপটিকে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেওয়া। বনকর্মীরা সোমবার দুপুরেই সাপটি সুস্থ থাকায় গরুমারা জঙ্গলে ছেড়ে দিয়েছে।
উদ্ধারের পরই সাপটিকে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেওয়া। বনকর্মীরা সোমবার দুপুরেই সাপটি সুস্থ থাকায় গরুমারা জঙ্গলে ছেড়ে দিয়েছে।
advertisement
3/5
জানা গিয়েছে, অজগর সাপটি আগে থেকেই মুরগির খাঁচার মধ্যে ঢুকে একটি মুরগিকে আস্ত গিলে ফেলেছিল। তা দেখে খাচার মধ্যে থাকা অনান্য মুরগিগুলো চিৎকার শুরু করে।
জানা গিয়েছে, অজগর সাপটি আগে থেকেই মুরগির খাঁচার মধ্যে ঢুকে একটি মুরগিকে আস্ত গিলে ফেলেছিল। তা দেখে খাচার মধ্যে থাকা অনান্য মুরগিগুলো চিৎকার শুরু করে।
advertisement
4/5
বাড়ির লোকেরা সেটা শুনেই খাঁচার সামনে গিয়ে দেখে, একটি বিশাল অজগর সাপ গুটিয়ে বসে রয়েছে। এরপরই তারা সাপটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেয়।
বাড়ির লোকেরা সেটা শুনেই খাঁচার সামনে গিয়ে দেখে, একটি বিশাল অজগর সাপ গুটিয়ে বসে রয়েছে। এরপরই তারা সাপটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেয়।
advertisement
5/5
ইদানীংকালে মেটেলি এলাকায় বেড়ে গিয়েছে সাপের উপদ্রব। একাধিক বাড়ি থেকে বের হচ্ছে সাপ। কখনও তা বিষধর , আবার কখনও অজগর। ফলে চরম আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
ইদানীংকালে মেটেলি এলাকায় বেড়ে গিয়েছে সাপের উপদ্রব। একাধিক বাড়ি থেকে বের হচ্ছে সাপ। কখনও তা বিষধর , আবার কখনও অজগর। ফলে চরম আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
advertisement
advertisement
advertisement