কোটি টাকা মূল্যের বার্মা টিক হচ্ছিল পাচার, রুখে দিল পুলিশ
Bangla Digital Desk
1/ 4
প্রায় কোটি টাকার বার্মা টিক (Burma Teak,)কাঠ আটক করল পুলিশ৷ গ্রেফতার (Arrest)২, গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার (Phansidewa)গোয়ালটুলি মোড় থেকে একটি লরি আটক করে পুলিশ।
2/ 4
তল্লাশি চালাতেই উদ্ধার টিক (Burma Teak,)কাঠ। পুলিশ কাঠবোঝাই লরিটি বাজেয়াপ্ত করে। ধৃতরা উত্তর প্রদেশের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পূর্ণিয়ার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
3/ 4
এই ঘটনায় গ্রেফতার (Arrest) এক বাংলাদেশি। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফাঁসিদেওয়ার মানগছ থেকে গ্রেফতার। অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে ঢোকার অভিযোগে। ধৃতের নাম মহম্মদ জানাল।
4/ 4
বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার কাশিমগঞ্জের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতের কাছে থেকে মোবাইল ফোন, বাংলাদেশি সিম, ওয়্যার কাটার, দাঁ, নগদ বাংলাদেশি ৪৬০ টাকা উদ্ধার হয়েছে। Input- Partha Pratim Sarkar
কোটি টাকা মূল্যের বার্মা টিক হচ্ছিল পাচার, রুখে দিল পুলিশ
তল্লাশি চালাতেই উদ্ধার টিক (Burma Teak,)কাঠ। পুলিশ কাঠবোঝাই লরিটি বাজেয়াপ্ত করে। ধৃতরা উত্তর প্রদেশের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পূর্ণিয়ার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
কোটি টাকা মূল্যের বার্মা টিক হচ্ছিল পাচার, রুখে দিল পুলিশ
এই ঘটনায় গ্রেফতার (Arrest) এক বাংলাদেশি। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফাঁসিদেওয়ার মানগছ থেকে গ্রেফতার। অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে ঢোকার অভিযোগে। ধৃতের নাম মহম্মদ জানাল।
কোটি টাকা মূল্যের বার্মা টিক হচ্ছিল পাচার, রুখে দিল পুলিশ
বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার কাশিমগঞ্জের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতের কাছে থেকে মোবাইল ফোন, বাংলাদেশি সিম, ওয়্যার কাটার, দাঁ, নগদ বাংলাদেশি ৪৬০ টাকা উদ্ধার হয়েছে। Input- Partha Pratim Sarkar