North Bengal Trip: গরমে একেবারে কম টাকায় পাহাড়ে পাড়ি, ঘুরে আসুন মেঘেদের দেশে! বেড়ানোর খুঁটিনাটি এক ক্লিকে

Last Updated:
North Bengal Trip: একঘেয়েমি জীবনে দমবন্ধ লাগছে? প্রকৃতির মাঝে ডানা মেলে উড়তে হলে চট করে ঘুরে আসতে পারেন মেঘেদের দেশে। ভাবেছেন কোথায় মেঘেদের সেই দেশ?  প্রতিবেদনে রইল সেই খোঁজ। 
1/6
*পকেট বেশি ভার সইতে পারবে না। চিন্তা কি? কাছে রয়েছে মন ভাল করা মনোরম জায়গা। ট্রেন ধরে চলে যান উত্তরবঙ্গে। সেখান থেকে সোজা আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে যাবেন মেঘের দেশ দলগাঁও ভিউ পয়েন্টে। হালকা বৃষ্টি হলেই স্বর্গীয় হয়ে ওঠে পরিবেশ।
*পকেট বেশি ভার সইতে পারবে না। চিন্তা কি? কাছে রয়েছে মন ভাল করা মনোরম জায়গা। ট্রেন ধরে চলে যান উত্তরবঙ্গে। সেখান থেকে সোজা আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে যাবেন মেঘের দেশ দলগাঁও ভিউ পয়েন্টে। হালকা বৃষ্টি হলেই স্বর্গীয় হয়ে ওঠে পরিবেশ।
advertisement
2/6
*এখানে দাঁড়ালে ভুটান পাহাড়ের মন মাতানো দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। ঠিক যেন ক্যানভাসে আঁকা ছবি। গাছ-গাছালি, পাহাড়, ভেসে চলা মেঘ-আকাশের স্পর্শ..!! সে এক অনন্য অনুভূতি।
*এখানে দাঁড়ালে ভুটান পাহাড়ের মন মাতানো দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। ঠিক যেন ক্যানভাসে আঁকা ছবি। গাছ-গাছালি, পাহাড়, ভেসে চলা মেঘ-আকাশের স্পর্শ..!! সে এক অনন্য অনুভূতি।
advertisement
3/6
*বলাই বাহুল্য, সমতল থেকে প্রায় ২৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি ছবির মতো সুন্দর। গ্রামজুড়ে কাঠের বাড়ি, পাইনের বন, আর বর্ণময় সব ফুলের ছড়াছড়ি, অচেনা পাখিদের কোলাহল, শান্ত ভাবে বয়ে চলা নদীর জল... সব মিলিয়ে মন ভাল করা সব রসদ রয়েছে দলগাঁও গ্রামে। বর্ষায় তো ফুলের আরও রমরমা সম্ভার।
*বলাই বাহুল্য, সমতল থেকে প্রায় ২৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি ছবির মতো সুন্দর। গ্রামজুড়ে কাঠের বাড়ি, পাইনের বন, আর বর্ণময় সব ফুলের ছড়াছড়ি, অচেনা পাখিদের কোলাহল, শান্ত ভাবে বয়ে চলা নদীর জল... সব মিলিয়ে মন ভাল করা সব রসদ রয়েছে দলগাঁও গ্রামে। বর্ষায় তো ফুলের আরও রমরমা সম্ভার।
advertisement
4/6
*উত্তরে এসে ডুয়ার্সের জঙ্গল ভেদ করে এই স্থানে গেলে রবার বাগান হয়ে পৌঁছোতে হবে দলগাঁও-এ। সেও এক অন্য দৃশ্য। এছাড়াও আশেপাশে পড়বে বিন্দু, ঝালং, সামসিং, সান্তালেখোলা, পারেন, রংগো, মূর্তি নদী -ইত্যাদি জনপ্রিয় ভিউ পয়েন্ট। সবই দিনে দিনেই ঘুরে আসা যায়।
*উত্তরে এসে ডুয়ার্সের জঙ্গল ভেদ করে এই স্থানে গেলে রবার বাগান হয়ে পৌঁছোতে হবে দলগাঁও-এ। সেও এক অন্য দৃশ্য। এছাড়াও আশেপাশে পড়বে বিন্দু, ঝালং, সামসিং, সান্তালেখোলা, পারেন, রংগো, মূর্তি নদী -ইত্যাদি জনপ্রিয় ভিউ পয়েন্ট। সবই দিনে দিনেই ঘুরে আসা যায়।
advertisement
5/6
*ডুয়ার্সের কিছুটা উপরে এবং পাহাড় থেকে নেমে আসা নদীগুলির প্রশস্ত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে ভুটানের কিছু অংশ এখান থেকে দৃশ্যমান। হাতে সময় থাকলে দু' দিনের জন্য প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা হবে এই দলগাঁও।
*ডুয়ার্সের কিছুটা উপরে এবং পাহাড় থেকে নেমে আসা নদীগুলির প্রশস্ত ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে ভুটানের কিছু অংশ এখান থেকে দৃশ্যমান। হাতে সময় থাকলে দু' দিনের জন্য প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা হবে এই দলগাঁও।
advertisement
6/6
*মালবাজার শহর থেকে মাত্র ৪১ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পর্যটন কেন্দ্র। এবং সেখানে হোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, একরাত্রি খাওয়া-দাওয়া নিয়ে ১৬০০ টাকার মত খরচ হয়। যা একেবারেই সাধ্যের মধ্যেই কিন্তু। তা হলে এবারে পরবর্তী গন্তব্য এই দলগাওঁ-এ হারিয়ে যেতে প্ল্যান সেরে ফেলুন চটপট।
*মালবাজার শহর থেকে মাত্র ৪১ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পর্যটন কেন্দ্র। এবং সেখানে হোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, একরাত্রি খাওয়া-দাওয়া নিয়ে ১৬০০ টাকার মত খরচ হয়। যা একেবারেই সাধ্যের মধ্যেই কিন্তু। তা হলে এবারে পরবর্তী গন্তব্য এই দলগাওঁ-এ হারিয়ে যেতে প্ল্যান সেরে ফেলুন চটপট।
advertisement
advertisement
advertisement