Alipurduar News: বেছে বেছে মহিলা শ্রমিকদের টার্গেট, কে করত এমন কাজ? দেখলেই ভয় লাগবে

Last Updated:
Alipurduar News: বেছে বেছে মহিলা শ্রমিকদের টার্গেট। চারমাসে মহিলাদের মনে আতঙ্ক ধরিয়েছিল সে। অবশেষে সে ধরা পড়তে স্বস্তি চুয়াপাড়া চা বাগানে।
1/5
কালচিনি, অনন্যা দে:বেছে বেছে মহিলা শ্রমিকদের টার্গেট। চারমাসে মহিলাদের মনে আতঙ্ক ধরিয়েছিল সে। অবশেষে সে ধরা পড়তে স্বস্তি চুয়াপাড়া চা বাগানে।
কালচিনি, অনন্যা দে:বেছে বেছে মহিলা শ্রমিকদের টার্গেট। চারমাসে মহিলাদের মনে আতঙ্ক ধরিয়েছিল সে। অবশেষে সে ধরা পড়তে স্বস্তি চুয়াপাড়া চা বাগানে।
advertisement
2/5
ফের ডুয়ার্সের চা বাগান থেকে উদ্ধার লেপার্ড। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগান থেকে এই লেপার্ডটিকে উদ্ধার করেছে বক্সা বাঘ বনেরকর্মীরা।
ফের ডুয়ার্সের চা বাগান থেকে উদ্ধার লেপার্ড। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগান থেকে এই লেপার্ডটিকে উদ্ধার করেছে বক্সা বাঘ বনেরকর্মীরা।
advertisement
3/5
জানা যায়, দীর্ঘদিন ধরে চা-বাগানে লেপার্ডের আতঙ্ক চলছিল। চা বাগানে কাজ করার সময় কয়েকজন মহিলা শ্রমিককে আক্রমণ করেছিল লেপার্ডটি। পরবর্তীতে বনকর্মীদের তরফে চা বাগানে খাঁচা পাতা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে চা-বাগানে লেপার্ডের আতঙ্ক চলছিল। চা বাগানে কাজ করার সময় কয়েকজন মহিলা শ্রমিককে আক্রমণ করেছিল লেপার্ডটি। পরবর্তীতে বনকর্মীদের তরফে চা বাগানে খাঁচা পাতা হয়।
advertisement
4/5
গতকাল গভীর রাতে চা বাগানের ৬ নম্বর সেকশনের পাতা খাঁচায় লেপার্ডটির দেখা মেলে। গতকাল রাতে শ্রমিক মহল্লার থেকে সেই শব্দ শোনা যায়। এরপর সকলে লেপার্ডটিকে দেখতে পান।
গতকাল গভীর রাতে চা বাগানের ৬ নম্বর সেকশনের পাতা খাঁচায় লেপার্ডটির দেখা মেলে। গতকাল রাতে শ্রমিক মহল্লার থেকে সেই শব্দ শোনা যায়। এরপর সকলে লেপার্ডটিকে দেখতে পান।
advertisement
5/5
খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে পৌঁছে খাঁচাবন্দি লেপার্ডটি উদ্ধার করে বক্সা টাইগার রিজার্ভের বনকর্মী ও আধিকারিকরা। জানা গিয়েছে, চিতাবাঘ পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ।
খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে পৌঁছে খাঁচাবন্দি লেপার্ডটি উদ্ধার করে বক্সা টাইগার রিজার্ভের বনকর্মী ও আধিকারিকরা। জানা গিয়েছে, চিতাবাঘ পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ।
advertisement
advertisement
advertisement