NH10 নিয়ে বিরাট সুখবর! নিতিন গড়করির সঙ্গে বৈঠক রাজু বিস্তার! হাল ফেরাতে একগাদা নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বুধবার সড়ক পরিবহণ ও মহাসড়ক দফতরের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি সঙ্গে বৈঠক করেন।
<strong>দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য</strong>: দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বুধবার সড়ক পরিবহণ ও মহাসড়ক দফতরের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি এনএইচ-১০-এর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করেন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে একাধিক প্রস্তাব দেন।
advertisement
রাজু বিস্তা মন্ত্রীকে জানান, ২০২৩ সালের বিধ্বংসী বন্যার পর তিস্তা নদী গতিপথ বদলে ফেলেছে। এর ফলে নদীর ডানদিকের তীর, যেখানে এনএইচ-১০ রয়েছে, সেখানে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় অবিলম্বে ডিসিল্টিং করা জরুরি হয়ে পড়েছে। এদিকে খাড়া ঢাল ও ক্রমাগত ধস নামায় রাস্তার কাটিং কাজও অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এ বছর বর্ষাকালে ইতিমধ্যেই দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে এই জাতীয় সড়ক। ফলে সাধারণ মানুষ, পর্যটক ও ব্যবসায়ীরা মারাত্মক সমস্যায় পড়েছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
যদিও এনএইচআইডিসিএল পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে, সাংসদের মতে ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই ব্যাপক যে অতিরিক্ত সাহায্য অপরিহার্য। এজন্য তিনি আরও বেশি যন্ত্রপাতি, দক্ষ কর্মী এবং ল্যান্ডস্লাইড-প্রতিরোধী নির্মাণসামগ্রী ব্যবহার করার পরামর্শ দেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি যেমন জিআইএস ও রিমোট সেন্সিং ব্যবহার করে ভূমিধস পর্যবেক্ষণের উপরও জোর দেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এছাড়াও রাজু বিস্তা বিভিন্ন সংস্থা, এনএইচআইডিসিএল, আইআরকন, এনএইচপিসি, বিএআরও, ব্রহ্মপুত্র বোর্ড এবং পশ্চিমবঙ্গ ও সিকিম সরকার, এনডিআরএফ, জিএসআই সহ প্রকৌশলী ও ভূতত্ত্ববিদদের নিয়ে একটি যৌথ বৈঠক করার সুপারিশ করেছেন। তাঁর দাবি, এনএইচ-১০ এবং তিস্তা অববাহিকার দীর্ঘমেয়াদী সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য একটি ঐক্যবদ্ধ রোডম্যাপ তৈরি করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতের জন্য রাস্তা পুনর্নির্মাণ ও প্রয়োজনে উঁচু করিডর বা ফ্লাইওভার নির্মাণের কথাও তিনি উল্লেখ করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement









