Mango Festival: আমের চা, আমের মোমো, আম-কাটলেট... চমকে দেওয়া রেসিপি আম-উৎসবে

Last Updated:
তিন বছর ধরে চলছে জলপাইগুড়ির আম-উৎসব
1/5
আম উৎসবে মজতে শহরবাসীর জন্য দারুণ চমক! রেসিপিতে আমের চা ,মোমো, কাটলেট!এবার জলপাইগুড়িবাসীর জন্য এমনই অভিনব আম উৎসবের আয়োজন করল বেসরকারি কলেজ।
আম উৎসবে মজতে শহরবাসীর জন্য দারুণ চমক! রেসিপিতে আমের চা ,মোমো, কাটলেট!এবার জলপাইগুড়িবাসীর জন্য এমনই অভিনব আম উৎসবের আয়োজন করল বেসরকারি কলেজ।
advertisement
2/5
রঙে-রূপে নজরকাড়া বাহারি আমে সেজে উঠল কলেজ ক্যাম্পাস। মালদহর ল্যাংড়া, হিমসাগরের পাশে জায়গা নিল জাপানি মিয়াজাকি। দেশি-বিদেশি প্রজাতির এমন বৈচিত্র্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। ছবি তুলতে ব্যস্ত উৎসুক আমপ্রেমীরা।
ঙে-রূপে নজরকাড়া বাহারি আমে সেজে উঠল কলেজ ক্যাম্পাস। মালদহর ল্যাংড়া, হিমসাগরের পাশে জায়গা নিল জাপানি মিয়াজাকি। দেশি-বিদেশি প্রজাতির এমন বৈচিত্র্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। ছবি তুলতে ব্যস্ত উৎসুক আমপ্রেমীরা।
advertisement
3/5
পড়ুয়াদের হাতে তৈরি নানা আমের রেসিপি ছিল অনুষ্ঠানের আকর্ষণ।চেখে দেখা গেল আমের চা, আম চপ, মোমো, কাটলেট!সৃষ্টি ও স্বাদে জিতল পড়ুয়াদের সাহসী ভাবনা। অতিথিরা দিলেন বাহবা “এই স্বাদ ভুলব না!”
পড়ুয়াদের হাতে তৈরি নানা আমের রেসিপি ছিল অনুষ্ঠানের আকর্ষণ।চেখে দেখা গেল আমের চা, আম চপ, মোমো, কাটলেট!সৃষ্টি ও স্বাদে জিতল পড়ুয়াদের সাহসী ভাবনা। অতিথিরা দিলেন বাহবা “এই স্বাদ ভুলব না!”
advertisement
4/5
উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে আসা আমচাষি ও উদ্যোগপতিরা পেলেন পুরস্কার। কো-অর্ডিনেটর ভাস্কর চক্রবর্তী ও অধ্যক্ষ ড. সঞ্চিতা সোম করলেন সম্মাননা প্রদান।
উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে আসা আমচাষি ও উদ্যোগপতিরা পেলেন পুরস্কার। কো-অর্ডিনেটর ভাস্কর চক্রবর্তী ও অধ্যক্ষ ড. সঞ্চিতা সোম করলেন সম্মাননা প্রদান।
advertisement
5/5
তিন বছর ধরে আম-উৎসবের আয়োজন করে আসছে জলপাইগুড়ি ক্যাম্পাস। লেখাপড়ার বাইরেও পড়ুয়াদের হাতে তুলে দিচ্ছে দক্ষতার চাবিকাঠি। উৎসব শুধু আমের নয়, বরং জীবনের পাঠ শেখার সুযোগ।
তিন বছর ধরে আম-উৎসবের আয়োজন করে আসছে জলপাইগুড়ি ক্যাম্পাস। লেখাপড়ার বাইরেও পড়ুয়াদের হাতে তুলে দিচ্ছে দক্ষতার চাবিকাঠি। উৎসব শুধু আমের নয়, বরং জীবনের পাঠ শেখার সুযোগ।
advertisement
advertisement
advertisement