'ব্যবসা করছেন করুন, এইসব আবার কী...?' ধূপগুড়ি-ময়নাগুড়িতে 'রাজনীতি', পাহাড়ে চরম বার্তা মমতার!

Last Updated:
Mamata Banerjee: 'আর কেউ ভাববেন না, খাবারের জন্য কমিউনিটি কিচেন আছে। মিরিকে গিয়ে বড় আশ্বাসবাণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখে মমতা স্পষ্ট করে জানান, "যারা যারা ক্ষতিগ্রস্ত তাদের সাত দিনের মধ্যে চাকরির নিয়োগ ও ক্ষতিপূরণের টাকা দিলাম। তাই চিন্তা করবে না। এটা বিশেষ নিয়োগ।"
1/5
'আর কেউ ভাববেন না, খাবারের জন্য কমিউনিটি কিচেন আছে। মিরিকে গিয়ে বড় আশ্বাসবাণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখে মমতা স্পষ্ট করে জানান,
'আর কেউ ভাববেন না, খাবারের জন্য কমিউনিটি কিচেন আছে। মিরিকে গিয়ে বড় আশ্বাসবাণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখে মমতা স্পষ্ট করে জানান, "যারা যারা ক্ষতিগ্রস্ত তাদের সাত দিনের মধ্যে চাকরির নিয়োগ ও ক্ষতিপূরণের টাকা দিলাম। তাই চিন্তা করবে না। এটা বিশেষ নিয়োগ।"
advertisement
2/5
মিরিকে সাম্প্রতিক দুর্যোগে মারা যান বিজেন্দ্র রাই (৬৫), উষা রাই (৬০), সাতমা লামা (৩৫)। এদিন তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। মিরিক নিয়ে বিশেষ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বলেন,
মিরিকে সাম্প্রতিক দুর্যোগে মারা যান বিজেন্দ্র রাই (৬৫), উষা রাই (৬০), সাতমা লামা (৩৫)। এদিন তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। মিরিক নিয়ে বিশেষ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বলেন, "মিরিক বেবি পাহাড়। ওখানে মাটি নরম। আগেও ওখানে ভূমিকম্পর কারণে মৃত্যু হয়েছিল। আমার পাড়া আমার সমাধানে এই কাজ দেখা হবে।"
advertisement
3/5
তবে একইসঙ্গে হুঁশিয়ারি শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বলেন,
তবে একইসঙ্গে হুঁশিয়ারি শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বলেন, "কেউ কেউ ধূপগুড়ি, ময়নাগুড়ি নিয়ে রাজনীতি করছে। অরুপ বিশ্বাস, গৌতম দেব, স্থানীয় বিধায়ক আগেই সেখানে গিয়ে মানুষের সঙ্গে দেখা করছেন। ধূপগুড়িতে কেউ ত্রাণ শিবিরে আর নেই। তাও আমি গতকাল ত্রাণ পাঠিয়েছি। আমি অরুপের ফোন থেকে স্পিকারে কথা বলেছি।"
advertisement
4/5
 "মানুষকে যারা হতাশ করছেন। তাদের বলি ব্যবসা করছেন করুন। এইসব আবার কী? কেন্দ্রের কাজ নেই। খালি রাজনীতি করছে। এরা একদিন ফটো তুলে চলে যায়। আমি কাল যেখানে গিয়েছিলাম, সেখানে আগে কেউ যায়নি। আমি গেলাম বলে রাস্তার কাজ শুরু হয়ে গেল। যারা কাজ করছে তাদের উৎসাহিত করুন।"
"মানুষকে যারা হতাশ করছেন। তাদের বলি ব্যবসা করছেন করুন। এইসব আবার কী? কেন্দ্রের কাজ নেই। খালি রাজনীতি করছে। এরা একদিন ফটো তুলে চলে যায়। আমি কাল যেখানে গিয়েছিলাম, সেখানে আগে কেউ যায়নি। আমি গেলাম বলে রাস্তার কাজ শুরু হয়ে গেল। যারা কাজ করছে তাদের উৎসাহিত করুন।"
advertisement
5/5
একইসঙ্গে পাহাড়ের মানুষের কাছে মমতার বার্তা,
একইসঙ্গে পাহাড়ের মানুষের কাছে মমতার বার্তা, "একবার রিলিফ দিয়ে আমি পালিয়ে যাবার নই। আমার কাজ দায়বদ্ধতা। মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া। আমি আমজনতার পাশে আছি। আমি মানুষের কাজের জন্য পাশে আছি। জল ছেড়ে দিয়েছে। রাস্তা, সেতু, স্কুল উড়ে গেছে। আমরা এখন সেই সব কাজ করছি।"
advertisement
advertisement
advertisement