'ব্যবসা করছেন করুন, এইসব আবার কী...?' ধূপগুড়ি-ময়নাগুড়িতে 'রাজনীতি', পাহাড়ে চরম বার্তা মমতার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: 'আর কেউ ভাববেন না, খাবারের জন্য কমিউনিটি কিচেন আছে। মিরিকে গিয়ে বড় আশ্বাসবাণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখে মমতা স্পষ্ট করে জানান, "যারা যারা ক্ষতিগ্রস্ত তাদের সাত দিনের মধ্যে চাকরির নিয়োগ ও ক্ষতিপূরণের টাকা দিলাম। তাই চিন্তা করবে না। এটা বিশেষ নিয়োগ।"
advertisement
মিরিকে সাম্প্রতিক দুর্যোগে মারা যান বিজেন্দ্র রাই (৬৫), উষা রাই (৬০), সাতমা লামা (৩৫)। এদিন তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। মিরিক নিয়ে বিশেষ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বলেন, "মিরিক বেবি পাহাড়। ওখানে মাটি নরম। আগেও ওখানে ভূমিকম্পর কারণে মৃত্যু হয়েছিল। আমার পাড়া আমার সমাধানে এই কাজ দেখা হবে।"
advertisement
তবে একইসঙ্গে হুঁশিয়ারি শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বলেন, "কেউ কেউ ধূপগুড়ি, ময়নাগুড়ি নিয়ে রাজনীতি করছে। অরুপ বিশ্বাস, গৌতম দেব, স্থানীয় বিধায়ক আগেই সেখানে গিয়ে মানুষের সঙ্গে দেখা করছেন। ধূপগুড়িতে কেউ ত্রাণ শিবিরে আর নেই। তাও আমি গতকাল ত্রাণ পাঠিয়েছি। আমি অরুপের ফোন থেকে স্পিকারে কথা বলেছি।"
advertisement
advertisement