Malda News: সামাণ্য অংশের রাস্তা সারাইতে বরাদ্দ ২ কোটি টাকা! জেলা পরিষদের বিরুদ্ধে রাস্তা তৈরির কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ
- Published by:Debalina Datta
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
Road Repairing: নিম্নমানের কাজের অভিযোগে সরব গ্রামবাসী, আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের, অভিযোগ ওড়ালেন সভাধিপতি।
মালদহ: রাস্তা তৈরিতে বিতর্কে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদ। মালদহের রতুয়ায় অর্ধেকের বেশি তৈরি হওয়ার রাস্তাকেই ফের নতুন করে তৈরির প্রকল্প মালদহ জেলা পরিষদের। সরব হয়েছে বিরোধীরা। পঞ্চায়েত ভোটের আগে নির্বাচনী তহবিল তৈরি করতেই এমন নজিরবিহীন দুর্নীতি, অভিযোগ বিরোধীদের। যদিও অভিযোগ উড়িয়েছেন মালদহ জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি।
advertisement
রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের বিরুদ্ধে। ঘটনা মালদহের রতুয়া-১ নম্বর ব্লকের বাহারাল পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, এই পঞ্চায়েতের উত্তর সাহাপুর থেকে ধোবিমোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছে মালদা জেলা পরিষদ। সূত্রের খবর, এই রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে প্রায় দুই কোটি টাকা।
advertisement
এই রাস্তা তৈরি হলে বাহারাল থেকে রতুয়া পর্যন্ত বিকল্প সংযোগ পথ গড়ে উঠবে। কিছুদিন আগেই ঘটা করে এই রাস্তা তৈরির কাজের সূচনা করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। রাস্তা তৈরি হলে বহু মানুষ উপকৃত হবেন এনিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু, অভিযোগ উঠেছে এই রাস্তার তিন কিলোমিটারের মধ্যে অন্তত দেড় কিলোমিটার রাস্তা আগেই ঢালাই হয়ে রয়েছে। সেই অংশে কোনরকম কাজও হচ্ছে না। প্রকল্প ব্যয় বা প্রকল্প সংক্রান্ত কোনওরকম বোর্ডও কোথাও লাগানো হয়নি। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দারা ঢালাই রাস্তার দাবি করলেও কেবলমাত্র মাটি ও ধূস ফেলে পিচ রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের। এতেও রাস্তা টিকবে না বলে দাবি স্থানীয়দের। আরও অভিযোগ, রাস্তার কাজ ও সিডিউল নিয়ে প্রশ্ন তুললে শাসকদলের হুমকির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের।
advertisement
এদিকে মালদা জেলা পরিষদের বিরুদ্ধে রাস্তা তৈরির প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে আসরে নেমেছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, যেকোনও সরকারি কাজে প্রকাশ্যে সিডিউল ঝোলানোর নিয়ম রয়েছে। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। কত কিলোমিটার রাস্তা, কত টাকার কাজ, এসব আড়াল করতেই কোথাও প্রকল্প সংক্রান্ত কোনও বোর্ড ঝোলানো হয়নি। উল্টে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বাম,কংগ্রেস ও বিজেপির। আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধীদের।
advertisement
তবে, বিরোধীদের অভিযোগ মানতে নারাজ মালদা জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। তিনি জানান, আরআইডিএফ তহবিল থেকে রাস্তা তৈরির কাজ হচ্ছে। কোনও বড় রাস্তার প্রকল্প ধরা হলে, তারমধ্যে স্থানীয় পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির মাধ্যমে আগে থেকে কিছু তৈরি অংশ থাকা অস্বাভাবিক নয়। প্রকল্পের বরাদ্দের সময় সেই অংশ বাদ দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রেও তেমনটাই করা হয়েছে। Input- Sebak DebSarma