খেতে নয়, মাছ বাঁচাতে হলং নদীর পাড়ে উৎসব! রয়েছে পাহাড়ি মাছ চিনে নেওয়ার বড় সুযোগ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া হলং নদীকে পুজো করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ সাহা।
advertisement
advertisement
advertisement
advertisement
পর্যটকদের নদীর মাছ সম্পর্কে পরিচিতি গড়ে তোলার জন‍্য রাইখড়, গুতোম, বোরোলি, ট‍্যাংরা, এলং মাছ নদী থেকে এনে সাজিয়ে রাখা হয়েছে পরিবেশপ্রেমীদের তরফে। জলদাপাড়া জাতীয় উদ‍্যান সংলগ্ন হলং, তোর্ষা, শিসামারা নদী ঘুরে দেখানোর ব‍্যবস্থা করা হয়েছে। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
