Madanmohan Dev: এই বিশেষ দিনে মন্দির থেকে বেরিয়ে থাকেন মদনমোহন! জেলায় দোলের উৎসব সূচনা হয় তাঁকে ঘিরে

Last Updated:
Madanmohan Dev: কোচবিহারের যেকোনও উৎসবের সূচনার শুভ আরম্ভ করা হয় মদনমোহন দেবকে দিয়ে। দোল পূর্ণিমার সময় মদনমোহন দেবকে ঘিরেও বিশেষ নিয়ম ও পুজোর রীতির আয়োজন করা হয়।
1/8
কোচবিহার জেলার প্রত্যেকটি মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন। কোচবিহারের যেকোনও উৎসবের সূচনার শুভ আরম্ভ করা হয় মদনমোহন দেবকে দিয়েই।
কোচবিহার জেলার প্রত্যেকটি মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন। কোচবিহারের যেকোনও উৎসবের সূচনার শুভ আরম্ভ করা হয় মদনমোহন দেবকে দিয়েই।
advertisement
2/8
দোল পূর্ণিমার সময় মদনমোহন দেবকে ঘিরেও বিশেষ নিয়ম ও পুজোর রীতির আয়োজন করা হয়। এছাড়া মন্দির থেকে বাইরে বের করা হয়ে মদনমোহন দেবকে।
দোল পূর্ণিমার সময় মদনমোহন দেবকে ঘিরেও বিশেষ নিয়ম ও পুজোর রীতির আয়োজন করা হয়। এছাড়া মন্দির থেকে বাইরে বের করা হয়ে মদনমোহন দেবকে।
advertisement
3/8
এই পুজোর নিয়মে খড়ের ঘর তৈরি করা হয় কোচবিহার রাসমেলা ময়দানে। সেখানেই নিয়ে আসা হয় মদনমোহন দেবকে। তারপর সেখানেই করা হয় বিশেষ পুজো ও যজ্ঞ।
এই পুজোর নিয়মে খড়ের ঘর তৈরি করা হয় কোচবিহার রাসমেলা ময়দানে। সেখানেই নিয়ে আসা হয় মদনমোহন দেবকে। তারপর সেখানেই করা হয় বিশেষ পুজো ও যজ্ঞ।
advertisement
4/8
পুজোর শেষে কোচবিহারের দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি এবং কোচবিহার মহারাজার প্রতিনিধি দুয়ার বক্সি সর্বপ্রথম রং দেন মদনমোহন দেবের গায়ে।
পুজোর শেষে কোচবিহারের দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি এবং কোচবিহার মহারাজার প্রতিনিধি দুয়ার বক্সি সর্বপ্রথম রং দেন মদনমোহন দেবের গায়ে।
advertisement
5/8
রাস মেলা ময়দানে ভিড় জমানো মানুষদের দেখতে পাওয়া যায় আবির খেলায় মেতে উঠতে। সকল মানুষ মদনমোহন দেবের উপলক্ষে রং ছুঁড়তে শুরু করেন।
রাস মেলা ময়দানে ভিড় জমানো মানুষদের দেখতে পাওয়া যায় আবির খেলায় মেতে উঠতে। সকল মানুষ মদনমোহন দেবের উপলক্ষে রং ছুঁড়তে শুরু করেন।
advertisement
6/8
মূলত দোল পূর্ণিমা উপলক্ষেই এই বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই পুজোর মাধ্যমে দোল পূর্ণিমার শুভ আরম্ভ করা হয় কোচবিহার জেলায়।
মূলত দোল পূর্ণিমা উপলক্ষেই এই বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই পুজোর মাধ্যমে দোল পূর্ণিমার শুভ আরম্ভ করা হয় কোচবিহার জেলায়।
advertisement
7/8
রাজ আমল থেকেই এই বিশেষ পুজো ও প্রথা চলে আসছে কোচবিহার মদনমোহনকে কেন্দ্র করে। তখন কোচবিহারের রাজাদের দ্বারা পরিচালনা করা হত সম্পূর্ন বিষয়টি।
রাজ আমল থেকেই এই বিশেষ পুজো ও প্রথা চলে আসছে কোচবিহার মদনমোহনকে কেন্দ্র করে। তখন কোচবিহারের রাজাদের দ্বারা পরিচালনা করা হত সম্পূর্ন বিষয়টি।
advertisement
8/8
এই দিনের এই পুজোর মাধ্যমেই জেলার বুকে দোল উৎসবের সূচনা করা হয়। তারপরেই কোচবিহারের মানুষেরা মেতে ওঠেন দোলের পূণ্য উৎসবে।
এই দিনের এই পুজোর মাধ্যমেই জেলার বুকে দোল উৎসবের সূচনা করা হয়। তারপরেই কোচবিহারের মানুষেরা মেতে ওঠেন দোলের পূণ্য উৎসবে।
advertisement
advertisement
advertisement