Love Is Love: ‘পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পড়ে ছাড়ে না’- বউ অন্যের হোক জন্মদিন কাটাবেন প্রেমিকের সঙ্গেই, নির্জন গ্রামের রাস্তায় মাখোমাখো

Last Updated:
Love Is Love: পরস্ত্রীকে নিয়ে নির্জন গ্রামে, জন্মদিন পালন কাল হয়ে দাঁড়াল বিবাহিত যুবকের
1/5
জলপাইগুড়ি : জন্মদিন পালনই হল কাল! ভাবছেন কেন? পরস্ত্রীকে নিয়ে নির্জন গ্রামে জন্মদিন পালন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বিবাহিত যুবক! তারপর যা হল..! যেন সিনেমাকেও হার মানাবে। জলপাইগুড়ির ধুপগুড়িতে পরকীয়ার এমনই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ির দক্ষিণ গোসাইরহাটের পটলের স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায়, সোমবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জন গ্রামে জন্মদিন পালন করতে এসে গ্রামবাসীর হাতে ধরা পড়েন ধূপগুড়ি শহরের এক বিবাহিত যুবক। Photo- Representative (Meta AI)
জলপাইগুড়ি : জন্মদিন পালনই হল কাল! ভাবছেন কেন? পরস্ত্রীকে নিয়ে নির্জন গ্রামে জন্মদিন পালন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বিবাহিত যুবক! তারপর যা হল..! যেন সিনেমাকেও হার মানাবে। জলপাইগুড়ির ধুপগুড়িতে পরকীয়ার এমনই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ির দক্ষিণ গোসাইরহাটের পটলের স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায়, সোমবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জন গ্রামে জন্মদিন পালন করতে এসে গ্রামবাসীর হাতে ধরা পড়েন ধূপগুড়ি শহরের এক বিবাহিত যুবক। Photo- Representative (Meta AI)
advertisement
2/5
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতে গেলে যুবক প্রথমে পালানোর চেষ্টা করে। পালানোর সময় ধানক্ষেতে বাইক সহ পড়ে যান তিনি। এরপর গ্রামবাসীরা যুবক-যুবতীকে ধরে ফেলে। Photo- Representative
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতে গেলে যুবক প্রথমে পালানোর চেষ্টা করে। পালানোর সময় ধানক্ষেতে বাইক সহ পড়ে যান তিনি। এরপর গ্রামবাসীরা যুবক-যুবতীকে ধরে ফেলে। Photo- Representative
advertisement
3/5
প্রথমে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও পরিচয়পত্র চাইতেই হিমশিম খায়।খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছান যুবতীর স্বামী। তিনি রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে যুবককে মারধর শুরু করেন। তবে গ্রামবাসীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। এ সময় যুবতী জানায়, সে ওই যুবককে ভালবাসে। যুবকও দাবি করে— “আমরা শুধু জন্মদিন পালন করতে এসেছিলাম।” Photo Courtesy- Representative (Meta AI)
প্রথমে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও পরিচয়পত্র চাইতেই হিমশিম খায়।খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছান যুবতীর স্বামী। তিনি রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে যুবককে মারধর শুরু করেন। তবে গ্রামবাসীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। এ সময় যুবতী জানায়, সে ওই যুবককে ভালবাসে। যুবকও দাবি করে— “আমরা শুধু জন্মদিন পালন করতে এসেছিলাম।” Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
4/5
তবে এলাকাবাসীর প্রশ্ন, জন্মদিন পালনের জন্য কি গ্রামের নির্জন অন্ধকার পথই একমাত্র জায়গা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পিংক পুলিশ। Photo - Representative (Meta AI)
তবে এলাকাবাসীর প্রশ্ন, জন্মদিন পালনের জন্য কি গ্রামের নির্জন অন্ধকার পথই একমাত্র জায়গা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পিংক পুলিশ। Photo - Representative (Meta AI)
advertisement
5/5
পুলিশ যুবক, যুবতী এবং যুবতীর স্বামী— তিনজনকেই থানায় নিয়ে যায়। বর্তমানে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর এই ধরনের পরকীয়ার ঘটনা চোখে পড়ছে।  Input- Surajit Dey
পুলিশ যুবক, যুবতী এবং যুবতীর স্বামী— তিনজনকেই থানায় নিয়ে যায়। বর্তমানে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর এই ধরনের পরকীয়ার ঘটনা চোখে পড়ছে।  Input- Surajit Dey
advertisement
advertisement
advertisement